![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
একাত্তরে পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি পাকিস্তানীরা এবং তাদের এ দেশীয় দোসররা। পাকিস্তানীরা সবসময় প্রমাণ করছে তাদের কেন ঘৃনা করতে হবে। মাঝে মাঝে মনে হয় আজকের পাকিস্তান ঘৃনারও অযোগ্য, বড় জোর করুণা করা যেতে পারে। রমিজ রাজা বিশ্বকাপের শুরু থেকেই ধারাভাষ্য কক্ষে বসে বাংলাদেশকে হেয় করে যাচ্ছে। এখন আবার দেখি উকি দিচ্ছে ছোটদের রমিজ রাজা নাসির জামসেদ। আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, আমাদের অর্জন নিয়ে কটাক্ষ করে টুইট করেছে নাসির। জেল খাটা দাগী আসামী নাসির কটাক্ষ করেছে আমাদের আজকের বীর রুবেলকে নিয়ে। আমি বুঝি বাংলাদেশের অর্জন, বাংলাদেশের উৎসব তাদের মনে জ্বালা ধরায়। তাই তারা আমাদের কটাক্ষ করে।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১
ডিজ৪০৩ বলেছেন: তাদের জন্ম-ত স্বাধীন দেশে নয় এই জন্য-ত সব সময় অপরের মাঠের দিকে চেয়ে থাকে কবে কোন মাঠ খালি আছে এবং আমাদের খেলার সুযোগ করে দিবে এই অপেক্ষাই তারা ত বলতেই পারে এমন কথা !!!