![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইয়া,
জানি চিঠিটা পড়ে আমার প্রতি সবার মনে সহানুভূতির স্হলে মন ভরা রাগ আর নির্বুদ্ধিতার প্রতিদান স্বরুপ শুধু ঘৃণাই অবশিষ্ট থাকবে। ভাববেন যে মা আমাকে সারাটা জীবন কষ্ট সয়ে এতটুকু বড় করল , যে আপু আমার সত্বা কে নিজের সবটুকু দিয়ে আপন করে রাখছে , আমার সেই ছোট্ট আদরের বোন যে আমায় তার নিষ্পাপ মনের মিষ্টি সুবাসে সবসময় ভরিয়ে রাখতো তাদের কথা না ভেবে আমি কিভাবে এমন কাজ করতে পারলাম?
প্রশ্নের উত্তর আমার জানা নেই, শুধু এতটুকু বল পারি অপার ভালবাসা দিয়ে যে মা আমায় এত বড় করছে সে মাকে আমিও আমার হ্দয়ের গভীর থেকে ভালবাসি , শ্রদ্ধা করি ; সেই আপু যে শুধু আমার সুখের জন্য দিনরাত খেটে আমার জীবনের প্রথম মোবাইল ফোনটা কিনে দিয়েছিলো , ভুলিনি তার তখনকার ছলছলে দু'চোখ যে চোখে ছিলনা কোন কষ্টের ছোয়া ছিল শুধু আত্ন-তুষ্টির জোয়ার ; ভুলিনি আমার সেই সোনা বোনটার কথা , জ্বরের যন্তনায় বেহুশ আমাকে একটু হাসানোর অভিপ্রায়ে তার কাঁচা কাঁচা অভিনয়কেও।
আমিও চাইতাম তাদের সারাজীবন ভর আপন করে রাখতে , জীবনের প্রতিটা পদে যাদের আপন করে চেয়েছি আজ সময় হয়েছে তাদের ছেড়ে যাবার, আমায় ক্ষমা করবেন ভাইয়া ।
আজ আমার নিজের কিছু কথা বলার সময় এসেছে তাই চিঠিটা লেখা শুরু করলাম আশা করি সবটুকু পড়বেন, তার আগে কথা দিন কাঁদবেন না ; আমার তরে আপনার মনের শীতল দেয়ালে যেন স্নেহের বাষ্প বিন্দু হয়ে না জমে ।
পাঠক নিয়মিত আপডেট করা হবে সাথেই থাকুন । আপনাদেরও কথা দিতে যত যাই হোক না কেন চিঠিটা পড়ে কাঁদতে পারবেন না।
আর একটা কথা ৭ দিন হয়ে গেল তবু প্রথম পেজে লিখার সনদ পাইলাম না ক্যান?
২| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৪
রাফসান বড়ুয়া বলেছেন: Thanks.
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: সনদ পাইতে অনেক দেরী হয়।
আমি এই যে, ৪ মাস ১ সপ্তাহ পরে জেনেরাল হয়েছি। তবে হতাশ হবেন না, আপনাকে হয়তো তাড়াতাড়ি জেনেরাল করতে পারে। ভালো ভালো পোস্ট দিন, লেখা চালিয়ে যান। শুভ কামনা থাকলো। 