![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছেন সবাই, শুধু একটা পোষ্ট করতে আসা এখানে। কাজের চাপে চোখে দেখিনা তবু সময় বের করে লিখতে বসলাম।
কাজের কথায় আসি এবার।
যাদের ওডেস্ক ID নেই বা আছে তবে 100% completeness না থাকায় কাজ বিড করতে ভয় পাচ্ছেন তাদের জন্য:
আপনাকে যা কিছু দিতে হবে:
• একটা মেইল আইডি ও পাসওর্য়াড (oDesk ID পাওয়ার পর চেন্জ করে নিবেন, তবু ভয় পেলে আমি নিজেই নতুন ID খুলে oDesk ID and Password এর সাথে ইমেইল ID , Password দিয়ে দিবো।
• আপনার পুরো নাম, Birth date (officially), oDesk এ কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে) (অনেকে অন্যর ID তে বাংলাদেশী বায়ারদের অধীনে নামমাএ পারিশ্রমিকে কাজ করে কিনা তাই বললাম)
• আপনার alltime active মোবাইল নম্বর , gtalk or yahoo messanger ID,
• আপনার personal Email ID (মনের ভুলেও পাসওর্য়াড দিবেন না যেন) যেখানে আপনি আপনার oDesk ID ও Password মেইল হিসেবে পাবেন
• নতুন oDesk ID (With all feat) 300 tk/_ (বিকাশের মাধ্যমে)
• পুরান ID 100% কমপ্লিট করতে 100tk/_(With some must need Test)
• আপনার Verfication process আপনাকে করতে হবে কারণ এখানে আপনার একান্ত ব্যাক্তিগত কিছু বিষয়ের দরকার পরবে, আমরা আপনার একান্ত ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চাইনা তবে এ ব্যাপারে পরোক্ষ ভাবে সহযোগিতা করা যেতে পারে।
• আরও কিছু দরকার হলে জানানো হবে
আমরা যা দিব:
1. নতুন ID + 100% completeness
2. পুরাতন ID new format (100% completeness)
3. বিষয়ভিত্তিক কাজের জন্য প্রয়োজনীয় ৫ টি Test দেওয়া থাকবে (অভিজ্ঞদের মাধ্যমে Test solve করা হবে তাই 100% ও First place পাওয়ার নিশ্চয়তা থাকবে)
4. oDesk Readiness Test For Independent Contractors এবং oDesk Readiness Test For Agency Contractors Test দেওয়া থাকবে বোনাস হিসেবে। (100% ও First place পাওয়ার নিশ্চয়তা থাকবে এখানেও)।
5. Portofolio ও অনান্য Skill Add করে দেওয়া হবে আপনাদের চাহিদা অনুযায়ী (সব্বোর্চ ৩ টি চাইতে পারবেন)।
6. My Catagories :
(এখানেও চাইলে আপনি চাহিদা মত চাইতে পারেন +Test If want)
Web Development Web Design
Writing & Translation Technical Writing, Website Content, Blog & Article Writing
Administrative Support Data Entry
Customer Service Customer Service & Support, Phone Support, Other - Customer Service, Order Processing
Sales & Marketing SEO - Search Engine Optimization
7.
8. Employment History, Education, Certifications, Other Experiences
এরকম ব্যাক্তিগত Info আপনি দিবেন।
9. আপনার Secure এবং স্পর্শকাতর তথ্য আপনাকে দিতে হবে । যেমন Withdraw Method, Contact Info ইত্যাদি।
ওডেস্কে আমি: (রাফসান আমার নিক নেইম)
Click This Link
Email:
[email protected]
মোবাইল:
+8801836994048
+8801772996568 (sms)
বিকাশ:
+8801838229393
বি:দ্র:
1. oDesk ID পাওয়ার পরপর Username ও Password Immedietly চেন্জ করে নিবেন। কোন সমস্যা হলে জানাবেন। oDesk এ বাংলাদেশকে প্রথম ও আরও এগিয়ে নেওয়ার প্রয়াস মাএ। বিশ্বাস সবচেয়ে বড় বস্তু
2. যে কোন বিষয়ে অদক্ষদের সমস্যা হলে জানাবেন
3. টাকা পাঠানোর আগে মেইল বা +8801836994048 এই নম্বরে inform করুন।
4. কোন বিষয় চোখ এড়িয়ে গেলে কমেন্টে জানাবেন
5. আপনার ব্যাক্তিগত তথ্যর ব্যাপারে আমার কোন আগ্রহ থাকার কোনরকম মানে হয়না।
6. Easy Data Entry ও অনান্য সহজ Administrive Support এর কাজ দেওয়া হয়।
Click This Link
©somewhere in net ltd.