নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ ভরা পথচলা মোর, হাটছি দিবারাএ

রাফসান বড়ুয়া

আমি মানুষ তাই সকলেই ঠকায়

রাফসান বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধেয় সামু মডারেটরগণ

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৭

মডারেটরগণ

আমি অধম কি দোষ করলাম আমি নিজেই সে ব্যাপারে ওয়াকিবহাল নই। সেফ স্ট্যাটাসে বিয়ের আগে যাইতে পারবো কিনা ঠাহর করতে পারিনা।

উল্লেখ্য আমার বয়স হিসেবে বিয়ে দিতে এখনো ১০ বছরের মত লাগতে পারে। কথা গুলা কষ্টে বললাম মাইন্ড লয়েন না। ৭ দিনের কথা বলে দিনের পর দিন কাটানো টা যোগ্যতা এবং সময়নিষ্ঠার উপর সরাসরি আঘাত করে।

তাই নয় কি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৯

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: বিয়া? আমার তো মনে হয় নাতি-পুতি হওয়ার আগে সেইফ হওয়া যায় না। =p~ =p~ আমি তো জেনেরালই হয়েছি ৪ মাসের সময়, সেইফ যে কোন জনমে করবে আল্লাহ মালুম! /:) তবে ভালো ভালো পোস্ট দিতে থাকুন, ব্লগ পড়ুন, ব্লগে সময় দিন বেশী। সিনিয়র অনেক ব্লগারের প্রচুর ভালো পোস্ট আছে, যেগুলো পড়লে বুঝতে পারবেন আরো। শুভ কামনা থাকলো। :)

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

রাফসান বড়ুয়া বলেছেন: আপনি কে বলুন তো ? [যদিও জানি আপনি তানজিয়া মোবারক মণীষা]
একমাএ আপনিই মনে হয় আমার এখানে মাঝে মাঝে মনের ভুলে ঢুকে পড়েন। বাই দ্যা ওয়ে "ধইন্না"!!!
আমিও আপনার ওখানে নিয়মিত ঢুকি, কিন্তু আপনি বুঝতে পারেন না। কারণ আমি কমেন্ট করতে পারি না।
আর হ্যা...। আর একটা কথা আপনার নাতি-পুতি কয়জন? আপনি তো বেশ আছেন তাই বললাম। ভালো থাকুন।।।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.