নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ ভরা পথচলা মোর, হাটছি দিবারাএ

রাফসান বড়ুয়া

আমি মানুষ তাই সকলেই ঠকায়

রাফসান বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

ছ্যাকা খাইছেন? তাহলে পোষ্টটা আপনার জন্যই (১৮+ এর গন্ধ পেলে পেতে পারেন)

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

এখনো উপোস আছি



পঁচিশ পেরিয়ে

ছাব্বিশে পা দিলাম আমি

এখনো উপোস আছি

ম্যাচ কাঠিতে সংঘর্ষে

কি রকম অগ্নি-স্ফুলিঙ্খ প্রজ্জলিত হয়

এখনো জানিনা।

মাখন সরোবরে স্নানের মজা কেমন?

এখনো উপলব্ধি করিনি

এখনো উপোস আছি আমি

শুধু তোমার অপেক্ষায়।

তুমি আমার বুকে মাথা

রেখে বলেছিলে

আজীবন অপেক্ষা করবে

আমার জন্য

আমায় কথা দিয়েছিলে

তুমি মাখন খাওয়াবে।

তুমি বলেছিলে

আমাকে খাওয়ানোর জন্য

তুমি সেগুলো জমিয়ে রাখছো সযতনে।

তাইতো এখনো উপোস আমি

উপোস থাকার প্রানপণ চেষ্টা করব আজীবন

তোমার মাখনে

অনশণ ভাঙার অপেক্ষায়।

তুমি যেন আশাহত করনা আমায়

এখনো উপোস আছি আমি

তোমার অপেক্ষায়।





সংগৃহীত এবং কিঞ্চিৎ পরিবর্ধিত, পরিবর্তিত

মূলঃ উত্তম কুমার কুন্ডু চয়ন

পরিবর্তনেঃ রাফসান বড়ুয়া

Click This Link



তোমার জন্য



নীল বেদনায়, নীল রোদনে

নীল যাতনায়, নীল স্বপনে

কিংবা ধূসর সুখের আশায়

দু'চোখ ভেজা ভালোবাসায়

সেই হাসিমুখ, সেই অভিমান

রাত জাগা সেই জোছনা সমান

স্বপ্ন গুলো সুখের আশায়

হয় কখনো হন্য....

সে সব শুধুই তোমার জন্য।





কিংবা নীরব শীতলতায়

মান ভাঙানোর আকুলতায়

নয়তোবা সেই নীরব ব্যাথা

না বলা সব গোপন কথা

হাজার আলোর ভিড়ের মাঝে

আবছা আলোর বিকেল সাঝে

তপ্ত কালো রোদন স্বরে

রাত জাগা সেই ক্লান্ত ভোরে

একটু হলে বন্য....

সে সব শুধুই তোমার জন্য।



Click This Link



মিথ্যে ভালবাসা (পর্ব ১)



কষ্ট যেথায় বাধে বাঁসা

আঁকায় সেথায় রঙীন আঁশা

পথ হারিয়ে ভুলের বশে

কাঁদবো ভেবে দিলাম হেসে

বললো বাতাস সবাই এমন

আপন মনে ভাসবে যখন

ভাববে তুমি তারই কথা

তার অভিমান, তার শঠতা

তার হাসিমুখ, তার বিরহে

ছিলে তুমি অন্ধ মোহে

সব ভুলেছো তা’য় ভুলোনি

এই কি তোমার প্রেম কাহিনী?

ভুললো তোমায় অকাতরে

বাধলো কেমন মন গভীরে?

মন কি আদৌ ছিল তার

তোমার যখন প্রেমের পাহাড়

কোথায় তখন তার সে আঁশা

বুক ভরা সেই ভালোবাসা?



রাফসান



Click This Link



অপারগতার কঠোরতায়



তোমার সে "পারবো না" কথায়

তারও আগের হাজার ব্যাথায়

কাঁদিনি এতটা, আজ কাঁদলাম যতটা।

আচ্ছা, একটা কথা বলবা?

আমি কি শুধু তোমার ভালবাসার মানুষ

বলে, নেই অধিকার হাঁসতে,

আমার মত করে তোমায় ভালবাসতে?

তোমার মতো আমি কি মানুষ নই?

হাজার সুখে হাঁসতে পারায়

স্বপ্ন যদি দু'হাত বাড়ায়

পারবোনা কি তোমার মত

দুচোখ বুজে দেখতে



রাফসান

Click This Link



পোষ্ট পড়ে কেউ গালি দিবেন না, যদিও বা শিরোনাম ও বিষয়বস্তুর মাঝে অমিল খুজে পান তবুও। কবিতাগুলি শেষ করতে পারিনি এখনো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে ব্যাস্ত আছি বলে। আজকে হঠাৎ সাইন ইন করে দেখি জেনারেল হয়েছি, তাই পোষ্ট করলাম।



সবার সুস্হ্যতা কামনা করছি।



সবশেষে একটা বোনাস (সম্পূর্ণ সংগৃহীত)

যে কথা বলতে চেয়েছি



কি কথা তোমাকে বলতে চেয়েছি

শুনতে চাওনি কভু

নানা ছলে আর কৌশলে তা

বোঝাতে গিয়েছি তবু



ফিরিয়ে দিয়েছ অবহেলা ভরে

আভিজাত্য নিয়ে

কাঙ্গালের মত দুয়ারে সতত

প্রতীক্ষীত প্রিয়ে

জীবন প্রদীপ জ্বলতে জ্বলতে

হয়ে এল নিভু নিভু



দেখতে চায় যে শুধু এ নয়ন

তোমার একটু হাসি

দূর থেকে দেখে হয়ে উঠে মন

আনন্দ উচ্ছ্বাসী

এটুকু করুণা পাব কি পাব না

এইতো ভাবনা প্রভূ।

কি কথা তোমাকে বলতে চেয়েছি

শুনতে চাওনি কভু

নানা ছলে আর কৌশলে তা

বোঝাতে গিয়েছি তবু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.