নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ

জীবনের গল্প গুলো সবসময় সবাইকে বলা যায় না।। অথচ অনেক সময় তা না বলেও থাকা যায় না।। তাই এমন কোনো মাধ্যম জীবনে প্রয়োজন যা দিয়ে গল্প গুলোকে খুব যত্ন করে সাজিয়ে রাখা যায়।।

শেষ বেলার পথিক

মানুষ পরিবর্তনশীল.. আমিও যার বাইরে নই. তাই বিশেষভাবে কিছু বলতে চাই না..

শেষ বেলার পথিক › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন পরিবর্তন‬

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আমরা মানুষেরা বড়ই অদ্ভুত।। কখন কি করি বা কখন কি বলি তা নিজেরাই বুঝি নাহ। এখন একজন কে একটা কিছু মানা করার ঠিক কিছু পরই নিজেরাই তা করছি।

উদাহরণ স্বরূপ >>আজকে এক্সাম দিয়ে আসার সময় বাস এ বসে ছিলাম। যেহেতু লোকাল বাস।। তাই অন্যান্য আরো বহু পেশাজীবি মানুষের ভীড় ছিলো বাস এ।

ঘটনাটা ঘটে মৌচাক মোড়ে। wrong road দিয়ে এক সি.এন.জি আসার পর বাস এর সামনে দিয়ে অন্য পারে যাওয়ার সময় আজকের বৃষ্টির কারণে সৃষ্ট কাদায় আঁটকে যায়। তখন অনেক লোকজন বাস থেকে চিল্লাচিল্লি করা শুরু করে দেয়।

তাদের ভাষ্যগুলো >> " মানুষ rules মেনে চললে রাস্তায় আর জ্যামজট হতো নাহ। দেশটা অনেক সুন্দর হতো। আরো অনেক কিছু।"

বাস থেকেই অনেকে সি.এন.জি -র লোকটাকে এসব বলতে থাকে।। কিন্তু কিছুদুর যাওয়ার পর যখন রাস্তায় ভীষণ জ্যাম দেখা দেয় ঠিক তখন সেই লোকগুলোই driver কে wrong road দিয়ে যাওয়ার কথা বলে।

তাহলে তখন কোথায় গেলো তাদের সেই উপেদেশ মুলক বাণী গুলো? কোথায় তাদের নৈতিকতা ?

আমাদের এসব মানুষিকতায় পরিবর্তন প্রয়োজন। এসব মানুষিকতার পরিবর্তন এর মাধ্যমেই দেশ ও জাতীর পরিবর্তন করতে পারব আমরা।

‪#‎প্রয়োজন_পরিবর্তন‬

‪#প্রয়োজন_সচেতনতা‬

আমার কথা গুলো যদি কারো মনে আঘাত করে থাকে তবে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

‪#শেষ_বেলার_পথিক‬

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯

শেষ বেলার পথিক বলেছেন: ধন্যবাদ।। আপনার জন্য শুভ কামনা রইলো।

২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:২২

ইলুসন বলেছেন: আসলেই পরিবর্তন প্রয়োজন আমাদের মানসিকতায়।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

শেষ বেলার পথিক বলেছেন: হুম। পরিবর্তন ব্যাতিত কিছুই সম্ভব নয়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.