![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন কবিতা লিখিনি,জানো
যতদিন তোমায় দেখিনি, কলমের মাথাটা যেন শুকিয়ে গেছে
লিখতে গেলে কালি বের হতে চায়না।
নিরাশ হতে হতে আজ নীঃরস হয়ে গেছি আমি, সময়ের চক্রপথে
আজ আমি ভুলতে বসেছি আমাকে, ইট কাঠ পাথরে
আমাকেও কংক্রিট বানিয়ে ফেলেছে জানো;
মানুষগুলো কেমন দিন দিন অচেনা হয়ে যাচ্ছে।
হানাহানি, হরতাল, গ্রেফতারে
দেশটি ভরে গেছে জঞ্জালে। চারদিকে শুধু চাটুকারিতার
মহা সংলাপ, তবু যেন সবকিছু ঠিকঠাক জমছেনা।
আমার এ প্রলাপ শুনে তুমিও পালাচ্ছো? দুদণ্ড দাড়াওনা
কি এমন ক্ষতি হবে বলো। আমি কিছু বলছিনা
কি হবে এ ভ্রান্ত প্রলাপে?
ক্যাম্পাসের চোখ
©somewhere in net ltd.