![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র হয়েও যারা অস্ত্রের মহড়া দিয়ে নিজেদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করতে চায় আমি তাদের মা-বাবা দেরকে উদ্দেশ্যে করে বলছি।
তোমরা কি কখনো টিভি দেখনা?
সংবাদপত্রে কি কখনো তোমাদের ছেলেদের বীরত্বের ছবি দেখে তোমরা গর্ববোধ করোনা?
পাড়াপ্রতিবেশিদের কাছে তোমরা কি মুখ দেখাতে পারো?
আমাদেরকে তোমরা কি এজন্যে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলে?
যদি প্রকৃতপক্ষে তোমরা দায়ী না হয়ে থাকো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ দুঃখে যেন কখনো তোমরা আত্মহত্যা করোনা।
তোমাদের সোনার ছেলেরা যখন মেধাবী/ধর্মপরায়ণ ছাত্রদের হাত পা ভেঙ্গে চারতলা থেকে ফেলে দেয় তখন তোমাদের চোখেও কি অশ্রু আসে?
যখন তারা রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করে তখন তোমরা কি নিজের মেয়েদের নিয়ে চিন্তিত হওনা?
যখন তারা মদের বারে গিয়ে ফ্রি মদ খাওয়ার জন্য মারামারি করে,
যখন তারা রাস্তাঘাটে বাজারে চাঁদাবাজী করে অসহায় মানুষদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে,
নিরীহ রিক্সাওয়ালাদেরকে হলের সামনে এনে সর্বস্ব কেড়ে নিয়ে মধ্যরাতে রাস্তায় ফেলে দেয়?
তখন তো মনে হয়না এরা আসলে কোনো মা-বাবার সন্তান।
আমার কথায় যদি দুঃখ পাও তাহলে গলাটিপে মেরে ফেল ওদের তোমরা যেন আত্মহত্যা করনা।
কারণ তোমরা সুন্দর একটি স্বপ্ন দেখে সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলে কিন্তু
তোমাদের সে আশা পূরণ করতে পারেনি এ বিদ্যাপীঠের তোষামোদী অর্থলোভী স্বার্থপর শিক্ষকমণ্ডলী।
©somewhere in net ltd.