![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো ২য় প্রহরের পর হতে ঘুমাইনি এখনো অবধি,
মাথার মধ্যে ঘুরপাক খাওয়া উপন্যাসের চরিত্রগুলি বারবার মাথার মধ্যে খুচিয়ে;
শান্ত হতে দেয়নি আমায়
কি করে ঘুমাই বলো?
কখন থেকে সেই নিশ্চিন্তপুরের চায়ের দোকানে বসে আছি তো আছিই বাউণ্ডুলে নায়কের বেশে
ঘুমাতে বলছ?
সারাদিনের কর্মক্লান্তির পরও রাতের নিস্তব্ধতাটুকু কি করে হারাই বলো,
আমার ঘুম নেই রাতে, আমি তারা হয়ে গেছি তাই
প্রভাতের আভাসে হারাই অদৃশ্যে
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১
কষ্ট - ১ বলেছেন: চমৎকার কবিতায় ++++++
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫
জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতা!

অভিনন্দন ও ধন্যবাদ কবি।