![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে আমি আকাশ দেখতে পাই, দুরের আকাশ
আবছা আলো আধাঁরের মাঝে আজ তারা নেই, নেই চাঁদ ও ।
দুরের লম্বা গাছগুলিকে একেকটি ভুতের মত লাগে।
একটু নিস্তব্ধতা চেয়েছি শুধু, না অন্য কিছু নয়
এক মুহুর্তে নীরবতার মাঝে খুঁযে পেতে চেয়েছি অনন্তলোকের পথ
পাইনি আজো পাইনি।
©somewhere in net ltd.