![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেবেলার অভ্যাস এত সহজে কি ছাড়া যায়! আর কিছু নয় বদভ্যাসটি বই পড়া। বেড়াতে গেলে পরের বাড়ির বইয়ের টেবিল বা আলমারির দিকে হা করে তাকিয়ে থাকতাম। গল্প-উপন্যাস সামনে দিলে খাওয়া ঘুম হারাম হয়ে যেত। কেউ কেউ এতে বিরক্ত হলেও আবার কেউ অবাক যে হত না তা নয়। কিন্তু শোকেস সাজানো ললনাদের বইতে হাত দেয়া যেতনা। বহু জ্ঞানী-গুণী ব্যক্তির কাছে বই ধার চেয়ে ব্যর্থ হতে হত। এই একটি জায়গায় কেন জানি সবাই হাড়কেপ্পন। হাটতে শেখার মত বয়সেই বাংলা পড়তে শেখা। সেই থেকে থেকে শুরু। অদ্যাবধি বই নিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ কিছু উপাধিও পিছনে জুড়ে গেছে। তবে অভিজ্ঞতা বলে- " সব বাহকই প্রকৃত পাঠক নয়"। তবে ভাল বই দেখলে সবাই একটু নেড়েচেড়ে দেখে ধার চায়। ঐ ধার নেয়াই সব; কখনোই পড়া হয়না। বইয়ের উপর জমতে থাকে শতাব্দীর ধুলা। কখনো নিজে মহা দাতার ভূমিকায় অবতীর্ণ্ হয়ে ধার করা বই সারা দুনিয়াময় ধার দিয়ে থাকে। কালের আবর্তে বইটি ক্রেতার প্রেমকে অস্বীকার করে পরিচয় লুকিয়ে ফেলে। যে তাকে প্রথম ভালবেসেছিল কে তার খবর রাখে?
০২ রা মে, ২০১৫ দুপুর ২:২৮
বঙ্গতনয় বলেছেন: আর চাইলেই যে দিতে হবে এমনটি নয়। এখন থেকে আর কাউকেই বই ধার দিবেন না। এমনকি বউ যদি আমার মত বই কাড়াকাড়ি করে পড়ার মত মানসিকতার না হয় তাহলে তাকেও দেবনা।
২| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৬
সুমন কর বলেছেন: বই কিনে পড়ার মজাই আলাদা।
০২ রা মে, ২০১৫ দুপুর ২:২৯
বঙ্গতনয় বলেছেন: টাকা থাকলে তো কথাই নেই। আমি ৫০০ টাকা কামাই করে ৪০০ টাকার বই কিনি। আর হাজার হাজার টাকা ঋণ করে বই কিনতে অভ্যস্ত হয়ে গেছি। চাইলে আপনিও ঋণ দিয়ে মজা উপভোগে সহায়তা করতে পারেন।
৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯
আরজু পনি বলেছেন:
ধার নেই না সাধারণত। নিলেও ফেরত দেই ।
আর কিনতে শাগরেদ না ওস্তাদই।
মিথ্যে বলবো না, নিজের কেনা বা বাসার সংগ্রহে থাকা সব বই এখনও পড়া হয়নি।
শেষের কথাটা ঠিক বলেছেন
০২ রা মে, ২০১৫ দুপুর ২:৩০
বঙ্গতনয় বলেছেন: তাহলে আপনি কিনতে উস্তাদ। মনে হয় অনেক বই জমিয়েছেন, ধার দিবেন নাকি গোটা কয়েক?
৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৬
রিকি বলেছেন: বাঙালী বই ধার নিতে ওস্তাদ, কিনতে শাগরিদ, পড়তে অনভ্যস্ত। তবে না জেনে তর্ক করতে সবজান্তা শমশে--- এটা একটা প্রবাদ বানালে কেমন হয় !!!! পছন্দ হয়েছে লাইনগুলো
০২ রা মে, ২০১৫ দুপুর ২:৩১
বঙ্গতনয় বলেছেন: আপনি চাইলে আপনি প্রথম ব্যবহারকারী হতে পারেন। শুরু করে দিন না।
৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১২
আমিনুর রহমান বলেছেন:
দারুণ বলেছেন !
০২ রা মে, ২০১৫ দুপুর ২:৩২
বঙ্গতনয় বলেছেন: অসংখ্যা ধন্যবাদ...................দিয়ে খাটো করতে চাইনা।
৬| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৮
ময়না বঙ্গাল বলেছেন: বইয়ের পোকার খোঁজ এখন দেখা মেলাই ভার । আপনাকে স্যালুট । সামনে মত চিন্তা বিনিময় করতে চাই ।
০২ রা মে, ২০১৫ দুপুর ১:২৩
বঙ্গতনয় বলেছেন: খুব ভাল কথা। আসুন না একদিন হয়ে যাক এক কাপ গরম চায়ের সাথে মিষ্টি বাক্যালাপ।
৭| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৫
বি পজেটিভ বলেছেন: বহু অংশে সঠিক!
০২ রা মে, ২০১৫ দুপুর ১:৫৪
বঙ্গতনয় বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৪
মাঘের নীল আকাশ বলেছেন: ঠিকই বলেছেন...
পড়ুক আর না পড়ুক বই দেখলে ধার যে চাইতেই হবে...