নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু জানার জন্য, কিছু জানানোর জন্যই ব্লোগিং

মোঃ রায়হান শেখ রনি

জীবন সংগ্রামের এক সৈনিক আমি। মাঝে-মধ্যে সময় পেলে একটু কি-বোর্ডে হাত বুলাই.................. এই আরকি।

মোঃ রায়হান শেখ রনি › বিস্তারিত পোস্টঃ

জীবন ধারার পরিবর্তন (সোমবার/২৬ সেপ্টেম্বর \'১৬)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫

হ্যালো.........
শুনছেন?
আমি রনি বলছি।
জি আর কাউকে না আপনাকেই বলছি।

হতে পারে প্রশ্নগুলো করা আপনাকে ঠিক হচ্ছে না তাও প্রশ্নগুলো করতে আজ বাধ্য হচ্ছি।

* আচ্ছা আমি কি অতটাই খারাপ?
* আচ্ছা আমি কি অতটাই অভদ্র?
* আচ্ছা আমি কি নেশাগ্রস্থ?
* আচ্ছা আমি কি সেই অচেতন আচরণের ধারক?
* আচ্ছা আমি কি অসভ্য?
* আচ্ছা আমি কি সমাজের সেই জঘন্য, হীন, নিকৃষ্ট ব্যক্তি?
* আচ্ছা আমি কি সেই অসত্য হলুদ দর্পন ধারক?
* আচ্ছা আমি কি ততোটাই অশিক্ষিত-অদক্ষ?
* আচ্ছা আমি কি ভালোবাসাহীন?
* আচ্ছা আমি কি অতটাই কট্টোর?
* আচ্ছা আমি কি অতটাই দয়াহীন, অকৃতজ্ঞ?
* আচ্ছা আমি কি কোন সময় আপনাকে ঠকিয়েছি?
* আচ্ছা আমি কি আপনার সাথে কোন রকম প্রতারণা করেছি?
হয়তো এখানে লেখা হয়নি এমন কিছুও থাকতে পারে।


উপরের প্রশ্নগুলোর আলোকে আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে বুঝি আপনিই ঠিক।
ওকে। সেটাই থাক তাহলে, সেই সাথে চ্যালেঞ্জও। সাথে সাথে শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসাময় ক্ষমা, যদি সাধ্য হয়। আপনার মতে রনি যদি সেরকমই হয় তাহলে (সোমবার/২৬ সেপ্টেম্বর '১৬) আজ থেকে হয়তো উদ্যোয়ন হতে পারে আরেক রনির। হয়তো দর্পিত হবে আরেক রনির যেখানে উপরের সবগুলো প্রশ্নগুলোই যেন চিরতরের জন্য সায়িত বা শেষ হয়ে গেল। হয়তো আর কোন দিন এই প্রশ্নগুলো আর আপনার বিবেককে নাড়া দিবে না, আশা রাখি সেই সুযোগও দিব না।
এ যেন এক নতুন চ্যালেঞ্জ। এ যেন ভালো চালগুলোর স্তুপ থেকেও মরা-পঁচা চালগুলো আলাদা করার মতো কঠিন কাজ।

হয়তো আজ 'মুনীর চৌধুরী'র কথাই সত্য হলো - ‍"মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়"
তাই তো আজ আমার বদলানোর সাধ নেওয়ার সময় হয়েছে বুঝি।

হয়তো আজ ‌'প্লুটাস' এর বানীই আমার মনে বার বার নারা দিচ্ছে - "তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে" । তাই তো আজ আমি জীবনকে একটু হলেও উপলদ্ধি করতে পাচ্ছি।

হয়তো আজ ভুলই প্রমানিত হলো 'লুইস ক্যারল' এর বানী - "জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না"
কারণ আমি জীবনকে মোটেও সহজ ভাবে নিতে শিখিনি।

পরিশেষে 'হুমায়ন আহম্মেদ' স্যারই হয়তো সঠিক
"জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো, আমরাই একে সহজ করি জটিল করি"

হতে পারি আজ জীবনকে জটিলই করলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.