নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু জানার জন্য, কিছু জানানোর জন্যই ব্লোগিং

মোঃ রায়হান শেখ রনি

জীবন সংগ্রামের এক সৈনিক আমি। মাঝে-মধ্যে সময় পেলে একটু কি-বোর্ডে হাত বুলাই.................. এই আরকি।

মোঃ রায়হান শেখ রনি › বিস্তারিত পোস্টঃ

৫৭ ধারা বাতিল চাই, চাই মত প্রকাশে মুক্ত স্বাধীনতা।

০৩ রা মে, ২০১৭ রাত ১১:৪৯

৫৭ ধারায় বাক অবরুদ্ধ, মুক্ত মত প্রকাশে প্রতিবন্ধকতা
৫৭ ধারা বাতিল চাই, চাই মত প্রকাশে মুক্ত স্বাধীনতা।


বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে নানা সমালোচনা সেই শুরু থেকেই ছিল। সম্প্রতি সাংবাদিক প্রবীর শিকদার গ্রেফতার হওয়ায় বিষয়টি খোলাষে হয়েছে।

২০০৬ সালে বিএনপি জোট সরকারের আমলে যুক্ত হওয়া ৫৭ ধারাটি আওয়ামী লীগ সরকার সংশোধনের মধ্য দিয়ে ভয়াবহ রূপ দিয়েছে।

এ আইনে পুলিশকে সরাসরি মামলা করার ও পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়। এ ছাড়া সংশোধিত আইনে কিছু অপরাধের অভিযোগকে অজামিনযোগ্য এবং আমলযোগ্য নয় এমন অপরাধকে আমলযোগ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

এ আইনের অধীন অপরাধগুলোকে জামিন অযোগ্য ঘোষণা করায় তা নাগরিক অধিকার ক্ষুণ্ন করে। সহজ ভাবে বলতে ধারাটি মত প্রকাশের স্বাধীনতার জন্যও হুমকিস্বরূপ।


৫৭ ধারার কবলে পড়ে নির্ভিক সাংবাদিক প্রবীর শিকদার ঢুকেছে কারাগারে।


বর্তমান সরকারের প্রতি আমাদের বিনীত দাবী বিতর্কিত এ ধারাটি রেখে আমাদের মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমরা আশা রাখি, বর্তমান সরকার কখনোই চাবে না সাংবাদিক বা নাগরিকদের মতপ্রকাশে কোনরূপ বাঁধা সৃষ্টি হোক। তাই প্রত্যাশা - ‍"অচীরেই বর্তমান সরকার আইনটিকে সংশোধন বা বাতিল করবেন"


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:২৩

শরীফুর রায়হান বলেছেন: গণতন্ত্র চর্চার জন্য অবশ্যই এই ধারার সংশোধন প্রয়োজন

২| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:১৭

মোঃ রায়হান শেখ রনি বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.