নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুবাইয়াৎ তন্ময়

রুবাইয়াৎ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

ছিলাম,আছি থাকব...বাংলাদেশ

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আমরা জানতামনা কিছু মানুষের ওয়েস্ট হাইট হিসেব করতে হয় স্ক্রোটাম এর নিচ থেকে।হ্যাটস অফ টু দেম।এরকম অস্বাভাবিক শারীরিক গঠন নিয়েও তারা কি চমৎকার খেলেন এবং বিচারকের কাজ করেন।

আমরা মওকা শব্দটার অর্থই আসলে বুঝিনি।ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেট আসলে ভদ্রতার মুখোশের খেলা হয়ে দাঁড়িয়েছে এখন।চার ছয়ের জন্য নিয়ম তৈরি হয়েছে নতুন করে।শর্ট পিচ খেলার মত আমাদের যে ছয় মারা মানা ভুলেই গিয়েছিলাম।কিন্তু ভাই তোরা বিশ্বাস কর আমাদের দেশটা ছোট কিন্তু বড় মাঠে ছয় মারার লোভটা যে সামলাতে পারিনা।মনে করিয়ে দিবি তো আগে তোদের নিয়ম কানুন।

ইন্ডিয়ানদের গালিগালাজ বা কিছু বলব না।কি তুলে বলব?ওদের বাবা মা?যাদের ঔরসে এমন সন্তান জন্ম নেয় তাদের কিছু বলে আমি আমার মায়ের ভাষার অসম্মান করব না।And yes!You won't give it back cause you've paid for it

আমাদের ছেলেরা খেলাটা বুঝে ব্যবসা না।ইন্ডিয়া সেমি খেলা মানে বেশি টিকেট সেল,স্পন্সর,বিজ্ঞাপন আরও কত কি।এসব কোটি কোটির হিসাবে আমরা কিছুই না।সব সেট প্ল্যান।অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশিয় সিরিজে অল্প কিছুদিন আগে যাদের ডায়াপার চুইয়েও বর্জ্য পড়েছে তারা এখন সেই মাটিতেই কত শক্তিশালি।শুনেছি খেলার ভেনু চেঞ্জ করা হয়েছে।আচ্ছা পিচটার মধ্যে কি কারসাজি ছিলনা কোনো??

মরতে দেখার চেয়ে মেরে ফেলতে দেখার কষ্টটা বেশি।চোখের সামনে স্বপ্নগুলোকে মেরে ফেলা হচ্ছিল।একজন দুইজন না।ষোলকোটি মানুষের স্বপ্নকে।কিচ্ছু করার ছিলনা আমাদের।ঝাপসা চোখটা হাতের তালুতে মুছে আবার অনেক আশা নিয়ে পরের বলটা দেখছিলাম।জিতার জন্য ট্রফি লাগেনা।দেশের সমর্থকদের নিখাদ ভালোবাসা লাগে।আমার দেশের ছেলেরা সেটা অর্জন করেছে।আমাদের নিজেরদের অনেক কষ্ট।অনেক দুঃখেই আমরা কাঁদি।তাই বলে পুরো দেশ একসাথে কাঁদাটা খুব কষ্টের।খুব।

ফলাফল যাই হোক বাঘ বাঘই থাকে আর সিধুরা সিধুই থাকবে।ছিলাম,আছি,থাকব।বাংলাদেশ।

এই দিন দিন নয় আরও দিন আছে,এ দিনেরে নিয়া যাবা সেদিনের ও কাছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.