নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন হবে না.।

ফলক

পরে কমু নে ;)

ফলক › বিস্তারিত পোস্টঃ

চলুন একুটখানি ঘুরে আসি সামহোয়্যার ইন...ব্লগের এই মুহুর্তের নির্বাচিত পাতায়।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

আমি কোন ক্যাচালের জন্য নির্বাচিত পাতা নিয়ে কথা বলছি না। নির্বাচিত পাতা নিয়ে সবসময়ই কথা থাকবে কেননা প্রতিটি ব্লগারের নিজের প্রতিটি পোষ্টটি অতি প্রিয় আর যখনই তার মনে হবে তার পোষ্টটি নুন্যতম ভালো হয়েছে কিন্তু নির্বাচিত পাতায় গেলো না তখন তাহার মন খারাপ হয়ে যাবে। এই বিষয়ে আর কথা বাড়াই মুল কথায় আসি। আমার বক্তব্য আজকের নির্বাচিত পাতার প্রথম পাতা নিয়ে এই মুহুর্তে যে পোষ্টগুলো নির্বাচিত পাতায় আছে তার মধ্যে ২/১ টা নির্বাচিত পাতায় না নিয়ে বা নির্বাচিত পাতায় আসেনি এমন কিছু নির্বাচিত করলে হয়ত নির্বাচিত পাতার সৌন্দর্য আরো বৃদ্ধি পেতো। আসুন দেখি আজকের নির্বাচিত পাতার প্রথম পাতায় কোন পোষ্টগুলো আছে। প্রতিটি পোষ্টের পোষ্ট করার সময়সহ উল্লেখ্য করে দিলাম।



স্পটিফাইয়ে উঠিয়ে ফেলতে হবে সঅঅঅব গান / কবিতা০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৭



একমিনিটের গল্প- অবাক জলত্যাগ ( ওয়ার্ণিং- রিডার্স ডিস্ক্রিশান ইজ স্ট্রংলি এডভাইজড)০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৫



বেছে নিন কোন তরিকায় প্রোপোজ করবেন আপনার প্রিয় মানুষটিকে~~~ (১ম পর্ব )০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৭



ছবিগুলো কিন্তু হুমায়ূন আহমেদ এর আঁকা০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১



দু'টি কবিতা - অভিযোগ এবং অভিযোগের জবাব০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২



মানুষের মত বাঁচতে চাই।০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪



মুভি রিভিউঃ Hachi: A dogs Tale , হৃদয় ছুঁয়ে যাওয়া এক অন্যরকম ভালোবাসার গল্প০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯



রহস্য গল্প-তিনটি মাথার খুলি০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০



থেকো আগ্নেয় শহরে অপেক্ষমান০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১



দশম জাতীয় সংসদ নির্বাচন’-২০১৪ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের চাওয়া পাওয়া০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪



ঘাতক ব্যাধি এইডস। কি করবেন এইডস হলে? বাংলাদেশে কোথায় পাওয়া যায় এইডসের স্বাথ্যসেবা? সন্দেহ হলে কোথায় পরীক্ষা করাবেন?



জ্বলন্ত যানবাহনে আটকে গেলে বাঁচার উপায়০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০



জার্নালঃ আর্মি স্টেডিয়াম (দ্বিতীয় দিন)০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬



আমাদের শান্তির পায়রারা উড়বেই০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯



চীন এর ঝড়া পাতার বিকেল.......০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭





উপরোক্ত এই পোষ্টগুলোর মাঝে ২/১ একটা পোষ্ট নির্বাচিত করতেই হবে এমন কিছু আমার নজরে আসেনি উক্ত পোষ্টগুলোর মাঝে। আমি ব্লগার এর প্রতি সম্মান রেখে পোষ্টগুলো উল্লেখ করছি না।





এবার আসুন দেখে নেই কোন পোষ্টগুলো আসলে নির্বাচিত পাতা আরো সমৃদ্ধি হতে পারতো কিংবা ব্লগারদের কথা বলার সুযোগ হয়ত কম থাকতো নির্বাচিত পাতার প্রতি কথা বলার। প্রায়ই এই ধরণের ভুল হয়ে থাকে ২/১ পোষ্ট নজর এড়িয়ে যেতে পারে কিন্তু ২/৩ এর অধিক হলে তা দৃষ্টিকটু মনে হওয়াই স্বাভাবিক তাই নির্বাচকদের আরো সতর্ক হওয়া উচিত।





অন্তরাল কথন : অনুভূতি গুলো হয়তো অপ্রকাশিত০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪



অনুগল্প - সিগারেট০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪



" না " ভোটের অধিকার চাই০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯



তোমাদের মিছিলে০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫



অপরূপ সৌন্দর্যের আধার হালিশহর সমুদ্র উপকূলীয় অঞ্চল০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৩



মানুষ পুড়িয়ে মেরেফেলা কি ইসলামে যায়েজ ?০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪২





সময় উল্লেখ্য করে দেয়ার কারন হলো সেই সময়গুলোতে বা তার আগে পরে নির্বাচক বা নির্বাচকরা যেহেতু ব্লগে ছিলাম তাহলে একটু খেয়াল করলে হয়ত এই সমস্যাগুলো হতো না। যেহেতু নির্বাচক বেতনভুক্ত নয় তাই তারা ঠিক বাধ্য নয় বা দায় নেই কি করলাম আর কেন করলাম নির্বাচিত কিন্তু একবারও কি ভেবে দেখেছেন দায়িত্ব কিন্তু দায়িত্বই যদি না পারেন তাহলে দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। আর ব্লগারদের বলছি প্রায়ই দেখি নির্বাচক দের নিয়ে গালাগালির হিড়িক পরে যেতে দেখা যায় সেটাও ঠিক না। হয়ত অন্যদের চেয়ে বেশী যোগ্য মনে হয়েছে বলেই নির্বাচক কিংবা নাই বা হলো যোগ্য কিন্তু তারাও তো মানুষ। তাই আমার মনে হয় নির্বাচিত পাতা নিয়ে এই ছোটোখাটো ঝামেলাগুলো পোষ্ট এর মাধ্যমে নির্বাচক এর নজরে আনতে পারি আমরা।



মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

লোডশেডিং বলেছেন: আমার কোনো পোস্ট নির্বাচিত হলে বুঝবো কীভাবে ?

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

ফলক বলেছেন: এই লিঙ্কে যান তাহলেই দেখতে পাবেন। আগের পোষ্ট যদি দেখতে চান তাহলে somewhereinblog.net/selected/archive/2013/11/04 - এভাবে লিখে দিতে পারেন শুধু সাল/মাস/দিন আপনার পোষ্টের সময়কাল ঠিক করে নিবেন। আপনার নিক লোডশেডিং কেন?

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

মামুন রশিদ বলেছেন: নির্বাচিত পাতা নিয়ে আপনার বিশ্লেষণ সুন্দর । পজিটিভ সমালোচনা ব্লগের জন্যেও ভালো ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

ফলক বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ। সমালোচনা করার অধিকার সবারই আছে কিন্তু তা অবশ্যই অবশ্যই পজিটিভ হওয়া উচিত। ব্লগে আলোচনা-সমালোচনা করেই তো একটা সঠিক সিদ্ধান্তে পৌছে যাওয়ার স্থান। আর সেখানে কেউ সমালোচনা নিবে না বা করবে না তা সম্ভব নয়।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার তিনটি কথার সাথে পুরোপুরি সহমত। যদিও আপনার কথাগুলো বেশ পরিচিত। ব্যাপার না ! যাই হোক ......

সমালোচনা করার অধিকার সবারই আছে কিন্তু তা অবশ্যই অবশ্যই পজিটিভ হওয়া উচিত।


যেহেতু নির্বাচক বেতনভুক্ত নয় তাই তারা ঠিক বাধ্য নয় বা দায় নেই কি করলাম আর কেন করলাম নির্বাচিত কিন্তু একবারও কি ভেবে দেখেছেন দায়িত্ব কিন্তু দায়িত্বই যদি না পারেন তাহলে দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান।


হয়ত অন্যদের চেয়ে বেশী যোগ্য মনে হয়েছে বলেই নির্বাচক কিংবা নাই বা হলো যোগ্য কিন্তু তারাও তো মানুষ।


এই তিনটি পয়েন্ট ভেবে দেখার মতন ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

ফলক বলেছেন: আমার কথাগুলো পরিচিত হতেই পারে, কেননা এগুলো হয়ত আপনারই কথা। যেহেতু আমাদের মতের মিল পেয়েছি আমরা তাই হয়ত কথাগুলো আপনারও তাই পরিচিত। আমার তিনটি কথার সাথে সহমত হওয়ার জন্য কৃতজ্ঞতা রইল।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

মু.ই.মা ইমন বলেছেন: সমস্যা হল মানুষের একজনের কাছে একটা সাহিত্য যেমন লাগে অপরজনের কাছে ঠিক সেরকমটা নাও লাগতে পারে ।

আমারও মনে হয় নির্বাচকদের বাছাইকরণে সমস্যা আছে ।
যোগ্য লেখা নির্বাচিত হচ্ছে না - নির্বাচিত লেখা যোগ্য বলে মনে হচ্ছে না ।

তবুও নির্বাচকদের পছন্দের সাথে আমার পছন্দ মিলতে হবে - ঠিক তাও না ।
কিন্তু হয়ত এই ধরনের সমস্যা এড়ানো যায় - নির্বাচকদের দৃষ্টি আরও প্রখর হওয়া উচিত ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

ফলক বলেছেন: আপনার কথা সাথে আমি সহমত। তবে বাছাইকরনে সমস্যা আসলে আমার মনে হয় সমস্যা থেকে কিছুটা গড়িমসি ভাবের কারনে কিংবা সময়ের অভাবে। (একান্ত আমার ভাবনা)।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

ফলক বলেছেন: নির্বাচকদের ধন্যবাদ এই পোষ্টটি নির্বাচিত করার জন্য।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

জেরিফ বলেছেন: ++++

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

ফলক বলেছেন: :)

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

জেরিফ বলেছেন: ++++

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

ফলক বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: ভাল বলেছেন। আপনার কাছ থেকেও কিন্তু মৌলিক ও ভাল লেখা চাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

ফলক বলেছেন: আমি ভালো লিখতে পারি না সুমন। তবে চেষ্টা করবো লিখার। তবে সবাইকে তো আর সবকিছু পারতেই হবে তেমন তো নয়। ভালো থাকুন।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

খন্দকার আরাফাত বলেছেন: এ ধরণের পোস্ট লিখতো বৃষ্টি ছাগুর মাল্টি নিক দুঃস্বপ্ন । আজকে দেখলাম আপনি লিখছেন । কেমনে কি ?

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

ফলক বলেছেন: ঐ ছাগলটার সাথে তুলনা করে আমাকে মর্মাহত করলেন ভাই :(
ওর নাম নিতে ও আমার লজ্জা করে। ওর কাজই হলো ব্লগে অস্থিরতা সৃষ্টি করা। যেহেতু এই ব্লগটাকে ভালোবাসি তাই সকল ব্লগারদের নির্বাচনী পাতা নিয়ে কেন অভিমান তা তুলে ধরার চেষ্টা করেছি একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে। ভালো থাকুন।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

আহসান জামান বলেছেন:
এধরনের লেখার জন্য ধন্যবাদ। এব্লগের নির্বাচন বিশুদ্ধতা হারাচ্ছে খুব দ্রুত। আমি আপনার মূল বিষয়বস্তুর সাথে খুবই একমত। ভালো থাকবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

ফলক বলেছেন: ধন্যবাদ জামান ভাই। আপনার সাথে ও আমি সহমত। আপনিও ভালো থাকবেন।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নির্বাচিত পাতা নিয়ে আপনার অভিযোগ উপস্থাপনের প্রক্রিয়া আমার কাছে চমৎকার এবং যুক্তিযুক্ত মনে হয়েছে । মামুন ভাইয়ের সাথে একমত পজিটিভ সমালোচনা ব্লগের জন্যেও ভালো ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

ফলক বলেছেন: মাননীয় মন্ত্রীর আমার ব্লগ বাড়িতে আগমনের জন্য অসংখ্যা ধন্যবাদ।
নির্বাচক বলুন আর সাধারণ ব্লগার বলুন সবাই আমরা ব্লগার সেটা আমরা প্রায়শই ভুলে যাই।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

বেলা শেষে বলেছেন: Salam, it is a good writing, good Information, anybody who want to learn something- they may enjoy it- i do it again & again.
Thenk you verymuch.

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

ফলক বলেছেন: thanks বেলা শেষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.