|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কামরুল ইসলাম রুবেল
কামরুল ইসলাম রুবেল
	বাবা-মায়ের দোয়া নিয়ে অনেক দুখেও অনেক অনেক সুখে আছি।
নিচের ছবিগুলো তুলেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিগত ১০ দিনের মধ্যে, জায়গাগুলো হচ্ছে ঢাকা, ভোলা, চট্টগ্রাম, কুমিল্লা, মৌলভিবাজার ও চাঁপাইনবাবগঞ্জে। মুলত: আউটসোর্সিঙ এর বিল হিসেবে ভেনিজুয়েলার এক ক্লায়েন্টসকে দিয়ে এই ক্যামেরাটা এবং একটা টাচ লাপটপ এমাজন.কম থেকে কিনিয়েছিলাম। মডেল হচ্ছে Canon PowerShot sx50HS. শুধুমাত্র এক্সট্রিম অপটিক্যাল জুমের জন্যই এ ক্যামেরাটা আমার অনেক পছন্দ। যদিও ব্যক্তিগত ক্যামেরা হিসেবে এটিই প্রথম। এর আগে কখনো ক্যামেরা ব্যবহার করিনি। তবে কিছুটা টিউটোরিয়াল দেখে শুরু করে বুঝলাম, ফটোগ্রাফি এক বিশালযজ্ঞ। আমি নবীশ হিসেবে শুরু করতে যাচ্ছি। গত মাসের প্রথমদিকে হাতে পৌছালেও ক্লিক শুরু করছি মাত্র কয়েকদিন। ছবিগুলো একটু এলোমেলো। আর হ্যাঁ, সবগুলো ছবিই কিন্তু আনটাচড। এ পর্বে শুধু ভোলার ছবিগুলো দিচ্ছি।
ঢাকা ছাড়ছি, পানগাঁও কনটেইনার টার্মিনাল পেরিয়ে একটু দুরে

প্রথমেই একটা জুম, ৫০এক্স অপটিক্যাল + ১০০এক্স (অপ্রয়োজনীয়) ডিজিটাল

শেষ বিকেলে ভোলা খেয়া ঘাটের আকাশ

ভোলা লঞ্চঘাট, সন্ধ্যার একটু আগে

ভোলা লঞ্চঘাট, সন্ধ্যার পর

ঢাকার দিকে

বুড়িগঙ্গায় পাল্লা

পুয়া পিঠা, ভোলা সদরের পন্ডিতের পুল নাম এলাকার স্থানীয় চায়ের দোকান থেকে তোলা

চারদেয়াল থেকে ছাড়া পেয়ে আমার ছেলে আদিয়াতের দুরন্তপনা

স্থানীয় নাম তেলিকদম, ভোলা সদরের নাছিরমাঝি থেকে তোলা

জোয়ার আসছে, সর্বনাশী মেঘনার জোয়ার, পানির দুটি লেয়ার দেখতে অন্যরকম লাগছে।

বন্যা নয়, আটপৌরে জীবন, ভোলার নাছিরমাঝি এলাকা তথা আমার নানুবাড়ী


কাঁচাপাকা সুপারি

অর্জুন ফুল

নদীতীরে বহমান জীবন

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা

ঝিঙ্গে ফুল

মাছরাঙ্গা

বোম্বাই মরিচ

দেশী গাব (৫০এক্স জুম)

সুপারি বাগান


চালতা

আজীব নামের এক প্রাণী "টাব্বুস" (৫০এক্স জুম)

ব্রেকফাষ্ট কমপ্লিটেড

ফুলটার নাম মনে নেই। গাছটি আমার হাতে লাগানো ১৯৯২ সালে।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/rubelbd/09-2014/rubelbd_1251153845540de90b7a1784.62797154_tiny.jpg
বারোমাসি পেয়ারা, চরম স্বাদের

আবারো আদিয়াতের দুষ্টুমি

ভালো লাগলে পরের পর্বগুলো পোষ্ট করব। বুড়িগঙ্গা নিয়ে আলাদা একটা পর্ব দেব শীঘ্রই। আমার ছেলের ছবি দুটো ছাড়া যেকোন ছবি যেকোন কাজে কপিরাইট ব্যতীত ব্যবহার করা যাবে।
ভালো থাকবেন সবাই
 ১৬ টি
    	১৬ টি    	 +১১/-০
    	+১১/-০২|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:৩১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আদিয়াতকেই আমাকে সবচেয়ে ভালো লেগেছে। ওর জন্য আমার দো'আ রইলো।
৩|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:৩১
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আদিয়াতকেই আমাকে সবচেয়ে ভালো লেগেছে। ওর জন্য আমার দো'আ রইলো।
৪|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:৩২
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:৩২
সোহানী বলেছেন: ওওওওও দারুন সব ছবি..........
৫|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৩
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: চাঁদের ছবিটা সেইরকম হয়েছে, আপনার ছবি তোলার হাত প্রশংসনীয়।
৬|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৯
এস এম কায়েস বলেছেন: সুন্দর..।
৭|  ১৭ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪৭
১৭ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪৭
খেলাঘর বলেছেন: 
সুন্দর, অনেক সুন্দর
৮|  ৩১ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:২৫
৩১ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি... +++++ আমার সবচেয়ে ভালো লেগেছে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা শিরোনামের ছবিটি। আগামী পর্বের আশায় রইলাম, শুভকামনা রইল।
৯|  ০৪ ঠা নভেম্বর, ২০১৪  রাত ১:৩৩
০৪ ঠা নভেম্বর, ২০১৪  রাত ১:৩৩
খেলাঘর বলেছেন: 
খুবই সুন্দর ছবি; অনেকে দেখেছেন, কেহ কোন কিছু বলেননি; ব্লগারেরা কি বোবা হয়ে গেলো?
১০|  ০৪ ঠা নভেম্বর, ২০১৪  সকাল ৮:১৪
০৪ ঠা নভেম্বর, ২০১৪  সকাল ৮:১৪
খেলাঘর বলেছেন: 
সুন্দর, ভালো ছবি
১১|  ০৭ ই নভেম্বর, ২০১৪  দুপুর ১২:২১
০৭ ই নভেম্বর, ২০১৪  দুপুর ১২:২১
কাহাফ বলেছেন: ছেলের জন্যে শুভ কামনা রইল.......
১২|  ১১ ই নভেম্বর, ২০১৪  রাত ১২:২৩
১১ ই নভেম্বর, ২০১৪  রাত ১২:২৩
স্বপ্নসমুদ্র বলেছেন: ভাই ক্যামেরাটা পছন্দ হইছে। খালি চাঁদের ছবি তোলার জন্য হলেও এটা আমার লাগবে। প্লিজ দাম দর একটু ডিটেল জানাবেন। [email protected]
১৩|  ১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:০৩
১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:০৩
খেলাঘর বলেছেন: 
ছবিগুলো  সুন্দর, নতুন  ছবি দেন!
১৪|  ১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৮
১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৮
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কি ব্যাপার কোন মন্তব্য দেখতে পারছিনা কেনো? কোন কিছুতেই তো কাজ হচ্ছে না।  
 
১৫|  ১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৪
১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৪
সুমন কর বলেছেন: আদিয়াতের জন্য রইলো শুভেচ্ছা। 
অার ছবি, চরম-দারুণ-চমৎকার-সুন্দর..................
১১তম লাইক।
১৬|  ৩১ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
৩১ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
খেলাঘর বলেছেন: 
মানুষ চোখে কম দেখছে, ছবিগুলো  হয়তো দেখতে পাচ্ছে না।
সুন্দর ছবি।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:২৯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবচেয়ে আদিয়াতকেই আমার ভালো লেগেছে। ওর জন্য আমার দো'আ রইলো।