নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নইতো কারো চোখের মণি, নই কারো মনের বেদনা...........

রক্তে আমার কোড

কামরুল ইসলাম রুবেল

বাবা-মায়ের দোয়া নিয়ে অনেক দুখেও অনেক অনেক সুখে আছি।

কামরুল ইসলাম রুবেল › বিস্তারিত পোস্টঃ

টিভি চ্যানেলের নামে ভয়াবহ প্রতারণা

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৩

টেলিভিশন ইন্ডাষ্ট্রিতে একদিন দু’দিন করে অনেক বছরই হয়ে গেল। তাই কবে কোন চ্যানেল আসছে, কোনটির কি খবর তা একটু আধটু রাখি বৈকি। কয়েকদিন যাবত আমার টাইম লাইনে জনৈক ব্যক্তির কিছু পোষ্ট আমার নজর কাড়ে, একটু তলিয়ে দেখতে গিয়ে দেখি এ এক ভয়াবহ প্রতারণার জাল বিছিয়েছে তারা। খোলাসা করে বলি, “পরশ টিভি” এবং “দোয়েল টিভি” নামে দুটি ‘নতুন টিভি চ্যানেল’ আসছে। তাদের পেজগুলোতে একটু ঢুঁ মেরে দেখি শুধুমাত্র নিয়োগ আর নিয়োগ। জেলা প্রতিনিধি থেকে শুরু করে গলি প্রতিনিধি পর্যন্ত পোষ্ট খালি আছে। আপনি শুধু একটু টোকা দিলেই ভবিষ্যত ফকফকা।




নিচে পরশ টিভি আর দোয়েল টিভি দুটোরই ফেসবুক পেজ লিংক দেয়া আছে। উভয় পেজেরই মুলত হোতারা একই।
দোয়েল টিভি
পরশ টিভি
পরশ টিভি গ্রুপ

পেজগুলোতে গেলে বুঝতে পারবেন কতটা মূর্খের দ্বারা এই পেজগুলো পরিচালিত হচ্ছে আবার কিছু মূর্খ এই পেজগুলোতে গলির প্রতিনিধি হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।

কিছু ক্যাবল অপারেটর ধন্ধে পড়ে স্যাটেলাইটের প্যারামিটার খুঁজছে। পুরাই বিনোদন।

পরশ টিভির পেজে আবার তাদের নিবন্ধন ফর্মের কপি পেলাম।

পটুয়াখালী থেকে পরশটিভি দেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে সম্প্রচারিত হবে। জয়তু পটুয়াখালীবাসী।
সাথে এইসব টিভি চ্যানেলের কিছু কর্মকর্তাদের পেজ লিংকও দিচ্ছি, কিছুটা হলেও বিনোদিত হতে পারবেন।
প্রোডাকশন এসিসট্যান্ট এবং পরশ টিভির প্রতিষ্ঠাতা
আর যিনি এই পেজগুলো প্রোমোট করছেন তারলিংক
মুলত: উনার কল্যাণেই নিয়মিত আমার টাইমলাইনে পোষ্টগুলো পাই। দোয়েল টিভির দু’টা যোগাযোগ নাম্বার খুঁজে পেয়েছি +19294625343, 01728487046 ‘গলি প্রতিনিধি’ হতে চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া তাদের বাসী একটা ওয়েবসাইটও আছে
উল্লেখ থাকে দোয়েল টিভির চার পাঁচটা লোগো আছে। আবার কিছু আফটার এফেক্টস টেমপ্লেট থেকে বানানো নিউজের গ্রাফিক্সও আছে। যা দেখে ভুখা নাংগা সাংঘাতিকরা সহজে প্রতারিত হচ্ছে। আর পরশ টিভির পরশ পেতে চাইলে যোগাযোগ -
পরশ বাংলা 01829479071 or 01744389738 ‘পরশ টিভি’র আবার ছায়া পেজ আছে যেটার নাম হচ্ছে ‘অপেক্ষা টিভি’।
বিভিন্ন সোর্স ঘেটে যতটুকু বুঝতে পেরেছি এ দুটি পেজই বরগুনার আমতলী থেকে ‘সম্প্রচারিত’ হয় এবং পেছনে এই ভদ্রলোক।
যার পেজ গ্রুপ পেজ
হয়তো আমার কিছু খোঁজ ভুলও হতে পারে। তবে প্রতারণার বিষয়টি কোনক্রমেই অগ্রাহ্য করা যাবেনা।



যা বুঝেছি:
যারা এই পেজগুলোর পেছনে যারা কাজ করছে তারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত কেউ নয়। বড়জোড় ইন্টারমিডিয়েট ফেইল করা ষ্টুডেন্ট। বয়স কোনক্রমেই ৩০ এর বেশী হবেনা। তবে একপিস আছে যেটার বয়স ৩৫+। এদের কয়েকজন সিএমএস যেমন জুমলা বা ওয়ার্ডপ্রেসের অভিজ্ঞতা আছে যা দিয়ে তারা প্রতারণামূলক পেইজগুলো পরিচালনা করছে। ফেসবুক মার্কেটিং নিয়ে এরা নিয়মিত ঘাঁটাঘাটি করে, এছাড়া কিছু গ্রাফিক্সএর টেমপ্লেট ব্যবহার করার মতো দক্ষতাও আছে। তবে স্মার্ট লেভেলের একজনও নেই এবং টিভি ইন্ডাষ্ট্রিতে কাজ করেন এমন কেউ এদের সাথে জড়িত নয়। যদি সেই লেভেলের কেউ জড়িত থাকতো অথবা আমার ধারণার চেয়ে বেশী কিছু হলে এরা এধরণের প্রতারণামুলক কাজ আরো সুচারুভাবে করতো। বোকার দলগুলো এই পেজগুলোর জন্য যে পরিমাণ সময় ও মেধা ব্যয় করেছে তা যদি সঠিকভাবে ব্যয় করতো তাহলে সঠিক পথেই অনেক বেশী লাভবান হতে পারতো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মাঝে মাঝে প্রচন্ড রাগ হয় এদেশের মানুষগুলোর উপর, এতটা সরল কেন তারা, কিভাবে এরা এই পেজগুলো পরিচালনা করছে। বিটিআরসি বা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীই বা কি করছে? ধুর আর ভাল্লাগছেনা ভাবতে, আপনারা ভাবতে থাকুন, হাসুন, বিনোদিত হউন, কিন্তু সাবধান প্রতারিত হবেন না যেনো।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মুঞ্চায় কাইট্ট্যা ছিল্ল্যা লবন লাগাইয়া দিই।

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৫০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কিন্তু যাদের হাতে লবণ তারাতো নিশ্চুপ

২| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৫১

পরশ বাংলা বলেছেন: পরশ টিভি অনেক আগে পেইজ ছিল, এখন সম্পচারে চলছে। জ্বী আপনার লেখাটা কিছুটা সত্য আমতলির মৃধা বেলাল নামে এক ভুয়া সাংবাদিক পরশ বাংলা (আমি) আমাকে মিথ্যা বলে চ্যানেল এর জন্য অনেক টাকা নেন। এর পরে বর্তমানে চ্যানেলটি আমতলীর ভন্ড মৃধা বেলাল কে বহিস্কার করে আমরা সব কিছুর মান উন্নত করেছি।
এন্ডারাইড টিভি বক্স দিয়ে Ip টিভি ডিশ লাইনে চালানো যায় আমরা আমাদের apps রেডিএন্ট আই পি বক্স দিয়ে কিছু কিছু ডিশ মালিক তাদের দিয়েছি তাদের প্রতিমাসে ইন্টারনেট ব্রডব্যান্ড খরচ দিচ্ছি...

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: "এন্ডারাইড টিভি বক্স দিয়ে Ip টিভি ডিশ লাইনে চালানো যায় আমরা আমাদের apps রেডিএন্ট আই পি বক্স দিয়ে কিছু কিছু ডিশ মালিক তাদের দিয়েছি তাদের প্রতিমাসে ইন্টারনেট ব্রডব্যান্ড খরচ দিচ্ছি"

কিভাবে একটি ডাউনলিংক পারমিশনবিহীন চ্যানেল ক্যাবলে সম্প্রচারিত হতে পারে। আপনাদের অফিশিয়াল এড্রেস কি?

৩| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৫

পরশ বাংলা বলেছেন: নিউজ ২৪ এর পেইজ দেখুন এবং কোন চ্যানেল কে ফেসবুক পেইজের লাইক কমেন্ট দেখে বিচার করা যায় না।

৪| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:০৪

পরশ বাংলা বলেছেন: জিয়ন ভাইয়ে চ্যানের ২৬ দেখুন তারা ৪ থেকে ৫ বছর ধরে স্যাটালাইটে আসার জন্য কত চেষ্টা করছে তাদের ফেসবুক পেইজ দেখুন।

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: যেভাবে বললেন যেন জিয়ন ভাই না কি যেন এই মিডিয়ার কোন বিশেষ আইটেম। কোথায় তাদের পেজ। আমার বক্তব্য নিয়োগ নিয়ে প্রতারণা নিয়ে। কেউ কোন টিভি চ্যানেল করার চেষ্টা করছে তাতে আপত্তি নেই। কোন প্রকার পারমিশন পাওয়ার আগেই কিভাবে উপজেলা পর্যায়ে লোক নিয়োগ দেয়া হয়। বিস্তারিত জানাবেন আশা করি।

৫| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮

পরশ বাংলা বলেছেন: দোয়েল টিভি ছিল সমাজ কল্যান মন্ত্রীর সে মারা যাবার কারনে চ্যানেল ঐটা হয় নাই।

৬| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১১

পরশ বাংলা বলেছেন: কিছু বলব না এখন আমাদের চ্যানেল একটু কষ্ট করে দে্খে যান আমাদের ডেক্স দে্খে যান।

৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৪

পরশ টিভি বলেছেন: ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩ বাজে পোস্ট কররেছেন কিন্তু চ্যানেল চলছে ১৪/০২/২০১৭ সালে তাহলে মনে হচ্ছে যে জন্মের আগে আপনি সব কিছু জেনে ফেলছেন।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বাহ বাহ, বেশ বেশ। তো আপনার লোগোটা আমি বানিয়ে নিয়েছি! লিংকগুলো আমি পয়দা করে নিয়েছি। তা ভাউ বিটিআরসিতে তো আপনাদের কোন প্রকার আবেদন দেখলাম না। আর চ্যানেলটা কোন স্যাটেলাইটে চলছে জানাবেন কি? এপষ্টার এ নাকি বঙ্গবন্ধুতে। মিয়া ধান্দাবাজির জায়গা পাননা আর। ফাজলামো সবার সাথে করার চেষ্টা করবেন না। দেশে আপকামিং কয়টা চ্যানেল আছে আর কয়টা নিয়ে কে কোথায় কাজ করছে তার সবই খবরাখবর রাখি। ফ্রি ষ্ট্রিমিং করে প্রতিনিধি নিয়োগ দেয়ার নামে আপনারা যে অপকর্ম করে যাচ্ছেন তার দিন এখন প্রায় ফুরিয়ে আসছে। আর অল্প কয়দিন।

৮| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭

পরশ টিভি বলেছেন: আশা করি এই ভাল হয়ে যাবেন, মানুষ মান সম্মান নষ্ট করবেন না এই ভাবে মিথ্য পোস্ট দিয়ে।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বদমাইশ কোথাকার। চ্যানেল লিংকে এগুলো কি http://www.poroshtv.com/। হারামজাদার একটা ফেসবুক লিংকও এখন আর একটিভ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.