নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশিউর রহমান রুবেল

উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি)

মশিউর রহমান রুবেল গণমাধ্যমকর্মী, সদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনচেয়ারম্যানউন্নয়নের জন্য প্রচারাভিযানগণমাধ্যমকর্মীসদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন ও চেয়ারম্যান, উন্নয়নের জন্য প্রচারাভিযান

উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) › বিস্তারিত পোস্টঃ

“বিনোদন জগতের নারী মানে কি শুধুই ব্যবসা?” বিষয়টি পুরো পুরি সত্য নয় বলেই আমার ধারণা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩



সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের এই লেখার সাথে আশা করি আপনারাও একমত হবেন না। বিনোদন জগতের নারী মানে কি শুধুই ব্যবসা? না না কখনো না। হ্যা তবে কিছু ‍কিছু নারী বিনোদন কর্মী তাদের নিজেদের বিকিয়ে দেয় উপরে উঠার জন্য। এটা সত্য।



সাংবাদিক সুমন আরও বলেছেন “বিনোদন জগতে আত্মহত্যা ভালো বলে মনে হচ্ছে। কেননা দেশ-বিদেশে আলো ছড়ানো তারকারা ঝলমলে ও বিপুল সম্পত্তির মাঝে থেকেও তারা এক সময় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ”



একথাটির সাথেও একমত পোষণ করতে পারছি না।



সম্প্রতি এই প্রবণতা বেশি হওয়ায় আমার তো মনে হচ্ছে এটি ভালো! না হলে শিক্ষিত ও সচেতন এসব তারকা কেন আত্মহত্যা করছেন? তবে কি এত যশ, খ্যাতি, প্রভাব, অর্থ ও প্রাচুর্য ধরে রাখার মতো যোগ্যতা বা ধারণ ক্ষমতা তাদের নেই। যদি নাই বা থাকে, তবে কেন তার পিছনে ছোটা? সংস্কৃতি এমন একটি জিনিস যা সুন্দর চেহারা বা শরীর দিয়ে হয় না। মেধাবী ও গুণী সংস্কৃতিকর্মীরা দশকের পর দশক ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন।





[সময়ের তাড়াতে পুরো লেখার লিংকটা] দিলাম

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: নারী মানে কি সেটা ভিন্ন প্রসংগ!

কর্পোরেট দুনিয়া নারীকে কিভাবে উপস্থাপন করছে তা বলুন! সেখানে নারী কি কেবলই পণ্য নয়!!!!????

হাস্য, লাস্য, যৌনতা প্রত্যক্ষ বা পরোক্ষে স্পষ্ট! নারীর কি আর কোন স্বত্তা নেই???

কিন্তু বানিজ্যের জন্য যা চাই-তারা তাই করে!! আর নারী হয় অবমূল্যায়িত।

কিন্তু এ বিষয়ে কথিত নারীবাদিদেরও মূখে কুলুপ!!!!

নইলে যে স্পন্সরশীপ জুটবে না!!!
এড পাওয়া যাবে না!!!
বানিজ্য লাটে উঠবে!!!

এখন আপনিই বলুন-বিনোদন জগতে নারী কি?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

সরল জীবন বলেছেন: আমি কিন্তু সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের সাথে পুরোপুরি একমত

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: আপনি একমত হলে আমি কোথায় যাবো, বলুন

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

সরল জীবন বলেছেন: আমি কিন্তু সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের সাথে পুরোপুরি একমত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: আপনার সাথে সহমত

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেছেন: লেখক বলছি, আপনি নিজেই কিন্তু তাদের সম্বোধন করেছেন বিনোদন কর্মী বলে। সুতরাং যাদের কাজ মানুষকে বিনোদন দেয়া, তারা যদি নানা উপায়ে নানাজনকে বিনোদিত করে থাকেন তাহলে আপনার অবাক হওয়া বা অস্বীকার করার মানসিকতায় কার কি এসে যায়!!!
শোবিজের প্রথম পাঠই হচ্ছে আত্মবিসর্জন। যে যতো বিসর্জনের নামতা শিখতে পারবে সেই-ই হবে টপ...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.