![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান রুবেল গণমাধ্যমকর্মী, সদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনচেয়ারম্যানউন্নয়নের জন্য প্রচারাভিযানগণমাধ্যমকর্মীসদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন ও চেয়ারম্যান, উন্নয়নের জন্য প্রচারাভিযান
সম্প্রচার নীতিমালা চূড়ান্ত প্রায়। সাবাস সরকার।
মুখে আমরা সব সময় অবাধ তথ্য প্রাবাহের কথা শুনলেও ভেতরে ভেতরে সম্প্রচার নীতিমালা তৈরি করে ফেলেছে। আর এই সম্প্রচার নীতিমালা বাস্তবায়িত হলে বন্ধ হয়ে যাবে টকশো জীবিদের ঝাল টক ও মিষ্টি কথা।
বা ভালো তো, ভালো না।
মধ্যরাতের বুদ্ধিজীবি যাদের মুখে খৈ ফুটে আর আমরা যারা তা দেখি সব বন্ধ করে অন্তত ঘুমুতে পারবো।
সরকার অন্তত আমাদের রাত জাগা থেকে একটু হলেও শান্তি দিয়েছে? তাড়া তাড়ি এই নীতিমালা বাস্তবায়ন করে তড়িঘড়ি বিদায়ে ঘণ্টা বাজিয়ে দিল আমলারা?
সরকারের শীর্ষ কর্মকর্তারা তো মহাখুশি তাদের নিয়ে কেউ আর সমালোচনা করতে পারবে না। আর আমরা যারা আবোল তাবোল লেখা লেখি করি তাদের জন্য আইসিটি নীতিমালা তো মন্ত্রীসভা পাশ হয়ে গেছে। পুলিশ এখন পাগলা কুত্তার মতো আমাদের ধরার জন্য পিছুলাগবে এটাই সত্য।
[সম্প্রচার নীতিমালার পুরোটা পাবেন এইখানে]
©somewhere in net ltd.