![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান রুবেল গণমাধ্যমকর্মী, সদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনচেয়ারম্যানউন্নয়নের জন্য প্রচারাভিযানগণমাধ্যমকর্মীসদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন ও চেয়ারম্যান, উন্নয়নের জন্য প্রচারাভিযান
এটা শুধু ভারতের চিত্র নয়। ঢাকায়ও এমন চিত্র চোখে পড়ে। কিন্তু করার কিছুই থাকে না। প্রতিবাদ করতে গেলে ওই মেয়ে, মহিলা বা নারীকে উল্টো অপমানিত হতে হয়।
এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটাকে পাল্টাতে হবে।
সম্প্রতি এই ছবিটি তুলেছেন মিডডে-র ফটো সাংবাদিক অতুল কুম্বলে। তার ছবির জন্য এখন বিখ্যাত হয়ে গেছেন। অনিল তার তোলা ছবি গুলো ও সিডি পুলিশের হাতে তুলে দিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।
আরও বিস্তারিত পড়তে পারবেন এখানে> । কপি পেস্ট করলাম না। তাই লিংক দিলাম। ধন্যবাদ
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০
সামির কবির বলেছেন:
Are you interested to design a web site for your organization?
Please let me know if you are...
pls have some time to visit my done work as following:
http://www.breakingthesilencebd.org
http://www.nirnoy-counseling-tr-bd.org
http://www.iedbd.org
http://www.disabd.org
http://www.aloghar.org
http://www.aseab.org
http://www.cdrb.org
to contact me please mail [email protected]
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
স্বপনচারিণী বলেছেন: শিউরে উঠার মত ঘটনা। মেয়েরা সাবধান হলেও অনেকসময় করার কিছু করার থাকেনা। তারপরও পোশাক-আশাকে একটু সাবধান হলে, ব্যাগ, ফাইল বুকের কাছে ধরা থাকলে একটু বাঁচা যায়। কিন্তু কতক্ষণ?
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
মেংগো পিপোল বলেছেন: @হাসান কালবৈশাখী ভাই ঘটনাটা ঘটছে সম্ভবত এই মাসের যে কোন সময়, কারন খবরটি আমি এন ডি টিভিতে ২০ তারিখে দেখেছি, আর দেখুন নিউজ ফিডে লেখা আছে
গত কয়েকদিন আগে গণেশ চতুর্থীর মেলায়। ঠাকুর বিসর্জনের সময় একদল দুষ্কৃতিকারী একটি তরুনীকে ঘিরে ধরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে।
তরুনীটি ভীড়ের মধ্যে এই দুষ্কৃতিকারী দলের মধ্যে পড়ে অসহায়ভাবে নাজেহাল হতে থাকে। তাকে কেউ সাহায্য করবে এমন সুযোগও তো নেই।
এই ছবি কে জাগরন মন্চের বলে চালানো হলো কিভাবে? জাগরন মন্চের ভিড় তো বন্ধ হয়ে গেছে দুই মাসে বেশি।
নারীদের প্রতি এরকম আচারন কারিদের প্রতি ঘৃনা প্রকাশ করছি, আর নারীদের কেও বলছি সাবধান হন। যতই সম অধিকার প্রতিষ্ঠা করি আমরা, শরির দুটো কিন্তু সম্পুর্ন আলাদা গঠনের।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
এই ছবিটাই ছাগুরা ফেসবুকে গনজাগরন মঞ্চের বলে চালিয়ে দিয়েছিল!