| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিডিদের আন্দোলন না কী!!! বলার ভাষা নাই ![]()
===========================
সকালে ঘুম থেকে উঠে গেলাম রান্না ঘরে, ম্যাচ নাই ![]()
ভেসিনে গেলাম, ব্রাশ নাই, তুত পেস্ট নাই ![]()
দোকান থেকে ম্যাচ, ব্রাশ আর তুত পেস্ট নিয়ে আসলাম ![]()
গোসল সেরে ছাদে গিয়ে দেখি, কাপড় একটাও নাই ![]()
রুমে এসে মনে মনে ভাবছিলাম ওদের আজকে একটা শিক্ষা দেবো
হঠাৎ দেখি বিছানার নিচ দিয়ে পানি আসছে
মহুর্তের মধ্যে আমার রুমে ৮৮ সালের বন্যা ![]()
অনেক্ষণ খুঁজে পর্দা তুলে দেখি, জানালা দিয়ে বাগানে পানি দেওয়ার পাইপ
বাইরে গিয়ে দেখি, আমার কাপড় সব মাটিতে কাদায় একাকার
জানালার পাশে পাইপ এমন করে রাখা হয়েছে যে,
পাইপ খুলে গিয়ে আমার জানালা দিয়ে ঢুকে পড়েছে ![]()
কাপড়ের পাশে দু একটা ভাঙা ক্লিপ পড়ে আছে ![]()
মানে কাপড় বাতাসে উড়ে নিচে পড়েছে ![]()
মাথা মন্ডু পুরাই গরম হইয়া গেলো... =D
সব কিছু সহ্য করে সারা রুম পরিষ্কার করছি ![]()
কিডিগণ একেক জন আশ পাশে উকি দিচ্ছে...
![]()
একজন এসে বললোঃ হা! আঙ্কেল তোমার রুমে এতো পানি কেনো :o
আমি রাগে কী বললো ভেবে পাচ্ছি না, শুধু বললামঃ যাও এখান থেকে =D
উনি উল্টো রেগে বললেনঃ খুব ভালো হইছে, তোমার রুম নোংড়া, গন্ধ ওয়াক
আমি কিছু আর বলার আগেই হিহিহি করে হেসেই একটা দৌড় দিলো
অনেক কষ্ট করে পানি পরিষ্কার করে রেডি হলাম বাইরে বের হবার জন্য
জুতো জোড়া দরজার সামনে চোখে পড়লো, মনটা ভালো হয়ে গেলো ![]()
যাক আজকে তো আর জুতো খুঁজা লাগবে না ![]()
জুতোতে এক পা ঢুকানোর পর গায়ে ২২০ ভোল্ট পাছ হইলো
জুতো খুলে ঝেরে দেখি ইদুর
আর আমার এই অবস্থা দেখে তাদের কী আনন্দ
![]()
হিহিহি হাহাহ হহুহুহ করে সবাই ঢলে পড়ছে
![]()
এক বড় কিডিঃ নোমান তোমার আঙ্কেলের জুতো জোড়া ইদুরের খুব পছন্দ হইছে :p
আমি তো এখন একটু অসুস্থ্য, সুস্থ্য হয়ে নেই
আন্দোলন করার শখ মেটাবো =D
কিন্তু আল্লাহ এ ক'দিন আমাকে রক্ষা করো কিডিদের হাত থেকে
![]()
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩০
ট্রিপল আর বলেছেন: সময় দেই না। অনিচ্ছাকৃত কিন্তু তা কে বোঝায়! উল্টো ওদের দলে যোগ দিয়েছে বড় কিডির দল
আমি শেষ
২|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কিডিদের সাথে বন্ধুত্ব চাই। শিশুর মত বন্ধুত্ব।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪২
ট্রিপল আর বলেছেন: আমিও চাই কিন্তু এই বড় কিডিরাই তো এদের কোমল মনটাকে নিয়ে এসব পাজি খেলায় মেতেছে
ভালো বুদ্ধি না দিয়ে কী সব করাচ্ছে ![]()
৩|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৬
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: তার মানে বড় ছোট মিশে যৌথ বুদ্ধিতে কাজ চালাচ্ছে। ছোটদের হাতে আনা সহজ। চেষ্টা করুন।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫২
ট্রিপল আর বলেছেন: আমার ব্যস্ততার সুযোগটাকে ওরা ব্যবহার করছে এবং এই সব দুষ্টুমিপনা ওদের শেখাচ্ছে। আমি একটু ফ্রি হয়ে নিই। কারন কিডিরা সব করে কিন্তু সময় হলে সব আমার কাছে বলে দেয় ![]()
৪|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৮
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কিডিরা সবসময় সত্য কথা বলে।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৩
ট্রিপল আর বলেছেন: জ্বী এই জন্যই ওদের খুব পছন্দ করি। কিন্তু হঠাৎ আমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি এটা ওরা মেনে নিতে পারছে না। কিন্তু ওটা না বুঝিয়ে বড় কিডিরা ওদের দিয়ে ওসব করাচ্ছে ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৪
অরুনি মায়া অনু বলেছেন: কিডিরা এত ক্ষেপল কেন আপনার উপর