নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

পাবলিক পরিক্ষার রেজাল্ট এবং আমাদের দৃস্টি ভঙ্গি

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৩

আমি পাশ করছি ........ খুব ভালো ভাবেই পাশ করেছি......অনেকের ধারনা ছিল এক বারের চেষ্টায় আমি S.S.C. পাশ করতে পারবনা... আর যাদের মনে অল্প দ্বিধা ছিল তারা ডেকে নিয়ে আমাকে বলেছিল D গ্রেড পেয়ে পাশ করলেই আমি খুশি...... ১১টা স্কুলে পড়া একটা ছেলেকে নিয়ে মানুষের মনে এর চেয়ে আর কি বা ভালো চিন্তা আসতেই পারে...... তবে তারা কখনই চিন্তা করে নি যে আমি সব স্কুলেই পাশ করে তারপর এক ক্লাস থেকে অন্য ক্লাস এ পড়েছি... ১০ ক্লাস পাশ করেই তবেই S.S.C. এর এক্সাম সিটে বসেছি... কেউ আমার(...)লাগেনা যে অটো প্রোমোশন দিবে... প্রতি বছর S.S.C. এর রেজাল্ট দিলে এসব স্মৃতি খুব কষ্ট দেয় আমায়......
যদিও লাখ লাখ A+ এর ভিড়ে আমার রেজাল্ট সামান্য A গ্রেড ... তাতে কি!! কত A+ এখন কোথায় আছে কোন খোঁজ নাই...... কয় জনকে চেনে মানুষ?? আমি গর্ব করছিনা... কষ্টে বলি ভাই... এই পাবলিক পরীক্ষায় A+ পাইলেই যে সে ভালো ছাত্র তা কিন্তু না...ভালো ছাত্র হইতে জানতে হয়... খালি বই মুখস্ত করে লিখলাম আর A+ পেয়ে মিষ্ট আস্বাদন করলাম তা না......
আরে ভাই আমার বন্ধুর ভার্সিটি তে অনেক A+ ধারি আছে তাদের কেউ চেনে না...আমার বন্ধু A গ্রেড, যে কোন প্রব্লেম ভার্সিটির সবাই তাকেই ডাকে।ভার্সিটির অনুস্থানের সেট থেকে শুরু করে ডকুমেন্টারি তৈরি করার জন্য... সবার আগে ডাক পড়ে আমার বন্ধুর... এটা গর্বে বলি না , আনন্দে বলছি আজ শুধু মাত্র অনেক কিছু না জানার কারনেই A+ ধারি দের দাম নাই... তবে ভাই A+ তোমাদের ছোট করছি না... তোমরা জাতির ভবিষ্যৎ দেশের মুখ উজ্জ্বল কর...পড়াশুনা কর...আবিষ্কার কর... বাঙালি তো খালি বঝে A+... মানে ভালো রেজাল্ট সে ভালো ছাত্র...এরা দেশের উন্নত কারি গর... ভালো কাজের উধাহরন.... তোমরা হাতে পচা ডিম নিলেও রসায়ন এরোমেটিক যৌগের ন্যায় তা সুঘ্রাণ বের করে...
আমরা A গ্রেড খারাপ ছাত্র... আড্ডা মারি... দেশের কোন কাজে আসব না... জাতির অন্ধকার ভবিষ্যৎ আমরা... আমরা ভালো কাজ করতে গেলেও সেটার মধ্যে ও খারাপ রেজাল্ট এর গন্ধ করে... আমরা ভালো ডিম হাতে নিলেও সেটা থেকে পচা ডিমের গন্ধ বের হয়....

২০১২ সালে এস এস সি পাশ করলেও প্রতিবেশী আর সুধী জন দের খোটা দেওয়া পেরার কথা মনে হলে আসলেই খারাপ লাগে।এসব একটা মানুষকে কখনই ভালো কিছু দিতে পারে না।উল্টো অনেকের মনোবল ভেঙ্গে পড়ে।বাঙ্গালির স্বভাব থেকে খোটা দেওয়াটা বের করে উৎসাহ দেবার প্রবণতা তৈরি করতে পারলে দেশ আরও এগিয়ে যেত।আর A+ প্লাস ভাই-বোনরা কিছু মনে করবেন না।এসব আসলে মনের কঠিন ক্ষোভ থেকে লিখা।

A+ কিম্বা A গ্রেড পাওয়া ছাত্র যেই হোক না কেন বোর্ড এর পরীক্ষার জন্য একটা ছাত্র অবশ্যই সর্বচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যায়।হয়তো খাতায় লিখার সময় একটু কমবেশি হয়ে যায়।তাই বলে A+ পাইলেই সে ভালো ছাত্র আর A গ্রেড নয় তা কিন্তু নয়।


আমি শুধু এইটুকু বলতে চাই দৃষ্টি ভঙ্গি বদলান... রেজাল্ট খারাপ করলেই যে সে দেশের জন্য কিছু করতে পারবে না তা না... তাকে সুযোগ করে দিন...দেখবেন যারা ভালো রেজাল্ট করেছে তাদের চেয়ে এই খারাপ রেজাল্ট করা ছেলেটাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে...
অযথা বকে মেরে ছেলেটার মস্তিষ্ক কে নষ্ট করে দিবেন না।সে যে রেজাল্ট খারাপ করেছে তার মনেও সে আঘাত আছে।তাকে সান্তনা দিয়ে এগিয়ে যেতে দিন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


ভালো

৩১ শে মে, ২০১৫ সকাল ৯:৩১

ফেক রুধির বলেছেন: ধন্যবাদ জনাব

২| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:৪৮

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @চাদ্গাযি তোমার ভাই না!!! :)

৩১ শে মে, ২০১৫ রাত ১২:১৭

ফেক রুধির বলেছেন: আমি দুঃখিত জনাব আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? মানুষ কে সন্মান দেওয়া একটা ভদ্রতা। আমি জানিনা আপনি কোন দৃষ্টিকোণ থেকে ব্যপারটাকে নিয়েছেন।ভাই বলে তাকে শুধু আমার ভদ্রতা দেখিয়েছি।
জনাব ফাহাদ ইবনে মুরতাযা ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন।

৩| ৩১ শে মে, ২০১৫ রাত ১২:৪১

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: :) ছোট্ট বন্ধু, সম্মান এর জন্যই বলতেসি, উনি একটু সিনিয়র আসেন, সেই হিসাবে বললাম, মাইনড কইর না,।
পোস্ট ভালো হইসে, তুমি পড় কই??

৩১ শে মে, ২০১৫ সকাল ৯:৩০

ফেক রুধির বলেছেন: ভাই আমি কিছু মনে করিনি।আমি দুঃখিত।আমার আসলে অভ্যেস হয়ে গেছে যাকে তাকে ভাই বলা।আপনি কিছু মনে করবেন না। আমি ভাই অংশ কেটে দিচ্ছি।তবে একটু যেনে রাখুন আমারা ১৫ ভাই।আমার সব বড় ভাই এর বয়স ৫৬ বছর।এই কারনেই একটু সমস্যা। আমি দুঃখিত ভাই।আমি পরিচায় গোপন রাখতেই বেশি পছন্দ করি।

৪| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:২১

কালান্তরের অশ্বারোহী বলেছেন: ফাহাদ ইবনে মুরতাযা ভাই, বড়দের কি নাম ধরে ডাকলে আপনি খুশী হন? আপনার লজিকটা ঠিক ধরতে পারলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.