নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

আমাদের কাণ্ডজ্ঞান হীনতা এবং একটি স্বপ্নের মৃত্যু

০১ লা জুন, ২০১৫ রাত ৮:৫১

চিঠিটা বুয়েটের একটা ফেসবুক পেজ থেকে নেওয়া। লিংক টাও দিলাম।view this link

{A+
না পাওয়া এক ছোট
ভাইয়ের লেখা ।
একটা বার
পড়ুন, ভাবুন
কি হবে A+ পেয়ে ?? [ নোটটি তার
শার্টয়ের বুক
পকেট
থেকে পাওয়া ]
"আজকে আমার
এসএসসি পরীক্ষার রেজাল্ট ছিল ...
আমার
পরীক্ষা ভালো হয়
নি ... অসুস্থতার
কারণে দুইটা পরীক্ষা খুব
খারাপ হইছিল ... আমি জানতাম,
আমি জিপিএ
ফাইভ পাবো না ...
তাও যখন
খবরে শুনলাম
প্রায় দেড় লাখ জিপি ফাইভ
পেয়েছে,
আমি একটু স্বপ্ন
দেখছিলাম !!
আমার স্বপ্ন
সত্যি হয় নাই ... সবার স্বপ্ন
সত্যি হয় না ...
স্কুলের নোটিশ
বোর্ডে আমার
নামের
পাশে ৪.৯৪ লেখা দেখি ...
আমার
চোখটা ঝাপসা হয়ে আসে ...
আশেপাশের
বন্ধুরা তখন
নাচতেছিলো ... কোন কোন
গার্ডিয়ানের
হাতে ছিল মিষ্টির
প্যাকেট ...
আমার মা দূর
থেকে আমার দিকে তাকিয়েছিল
হাসি হাসি মুখে ...
মা অপেক্ষা করছিল,
আমি হয়তো এক্ষণি দৌড়ে যাবো তার
দিকে আর চিৎকার
করে বলবোঃ "আম্মু আমি পারছি !!
" আমি পারি নাই ...
রিকশায় বাসায়
যাওয়ার সময়
আড়চোখে আমার
মা কে কাঁদতে দেখছি ... আমার
বাবা সারাদিন
অফিস
করে ক্লান্ত
হয়ে বাসায়
ফিরে আমার রেজাল্ট শুনে ...
আমি বাবার মুখের
দিকে তাকাইতে পারি নাই !!
এইখানেই শেষ ছিল
না ...
পাশের বাসার আন্টির
ছেলেটা গোল্ডেন
পেয়েছে ...
সে আমার
মা কে বলেঃ "এত
লক্ষ জিপিএ ৫ এর ভীড়ে আপনার
ছেলেটা পাইলো না,

তো পড়াশুনাই
আগাতে পারবে না আর !!
" আমার বাবার কলিগের
মেয়েটা জিপিএ ৫
পেয়েছে ...
সেই কলিগ আমার
বাবাকে বলেছেঃ "সারাদিন
এত অফিস করে হবেটা কী ??
ছেলেটা তো গেলো !!
" আমার
আত্মীয়রা অনেক
ভালো ...
সারা বছর খোঁজ না নিলেও,
রেজাল্টের
দিনে ফোন
করে করে আমার
মা আর
বাবাকে বলতে লাগলো যে আমার পড়াশুনা করে আর
কাজ নাই !!
আমার
বন্ধুরা সবাই
ব্যস্ত
মিষ্টি খেতে, ঘুরতে,
ফুর্তি করতে ...
প্রতিদিন যাদের
সাথে সারা দিন
রাত
ফোনে কথা বলতাম, আজকে তারা একবারের
জন্যও ফোন দেয়
নাই ...
দিবেই বা কেন ?? ...
আমি তো দলছুট
হয়ে গেলাম !! আচ্ছা,
মানুষগুলা এমন
কেন ??
...
একটা ছেলে না হয়
পড়াশুনায় একটু খারাপ, তাই
বলে তারা এমন
আচরণ কেন
করে ??
... আমার মা-
বাবা তো দোষ করে নাই, এই
আত্মীয়, এই
প্রতিবেশী, এই
কলিগ কেন তাদের
খোঁচা দিয়ে কথা বলে ??
... কেন তাদের কষ্ট দেয় ??
...কেন আমার
নিজেকে অপরাধী মনে হয় ??
... কেন একটু
পড়াশুনায়
দুর্বলতার কারণে আমার
জীবনটা শেষ
হয়ে যাচ্ছে ??
... কেন ??
আমি এই
প্রশ্নগুলার উত্তর পাই নাই,
পাবোও না ...
শক্ত
একটা দড়ি আমার
হাতে আর
উপরে একটা ফ্যান ... আমি জানি,
কাজটা ভুল ...
আমি জানি,
"হয়তো"
সামনে আমার জন্য
ভালো দিন আসবে ... কিন্তু এক
দিনে এতকিছু
হজম করার পর,
এত ধাক্কা খাওয়ার
পর, এত অপমানিত
হওয়ার পর, এত কষ্ট পাওয়ার পর
আর এইসব
জিনিসগুলা মাথায়
কাজ করে না !!
আমি আত্মহত্যা করবো আজকে ...
আমার মত অনেকেই
করবে ...
কিন্তু সেই
খবরটা কখনোই
সামনে আসবে না ...
হাজার-লাখ সাদা সাদা চালের
মাঝে দুই-
একটা কালো চাল
থাকে,
ওগুলাকে আমরা আস্তে করে তুলে ফেলে
দিই,তারপর একদম পরিষ্কার
ভাত পাই !!
আমি জানি,
আমি ভুল কাজ
করছি ...
কিন্তু আমার সাথে, আমার মা-
বাবার
সাথে যে আরো অনেক
অনেকগুলা মানুষ
অনেক বড় বড় ভুল
কাজ করেছে, করছে,
করবে ... সেগুলা ??
দিন শেষে তবু
অপরাধী আমিই ...
আপনারাই
বলবেনঃ "ধুরর !! এইসব ছোট্ট
কারণে কেউ
আত্মহত্যা করে ??" ...
আমার জায়গাটায়
থাকলেই কেবল
বুঝতেন ... আমার পথে হাঁটলেই
বুঝতেন,
পায়ের কত জায়গায়
ব্যথা লাগে !!!
একটা শেষ
অনুরোধ, প্লিজ আমার মা আর
বাবাকে প্রশ্ন
করবেন না,
"কেন
ছেলেটা আত্মহত্যা করলো ??"
এই প্রশ্নটা পাশের বাসার
খোঁচা দেয়া আন্টিকে করবেন,
নিচের তলার
আঙ্কেলকে করবেন,
ফোন
দিয়ে অপমান করা আত্মীয়দেরকে করবেন,
দেশের এই
শিক্ষা ব্যবস্থাকে করবেন !!
আমি এবং আমার
মত
ভুক্তভোগীরা আকাশে বসে কান পেতে থাকবো ...
উত্তরের
অপেক্ষায় !!
ইতি,
A+ না পাওয়া ছাত্র}

আমার কথাঃ
একবার ভাবুন আমাদের নিজেদের দৃষ্টি ভঙ্গির কারনেই আজ আমারা একেকটা স্বপ্ন নষ্ট করে দিচ্ছি।কেন?আমরা সব সময় A+ দেরই ভালো মনে করি? কেন A+ না পাওয়া ছাত্ররা খারাপ?A+ না পেলেই কি একটা ছেলে দেশের জন্য কিছু করতে পারবে না?একটা ছেলে ভালো রেজাল্ট করেনি বলে কি সে কিছুই জানেনা?সে কি না পড়াশুনা করেই S.S.C. এর মতো একটা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে?জানি এই প্রশ্নের উত্তর নেই।
আমাদের নিজেদের যদি মানুষিকতা না পরিবর্তন করতে না পারি তাহলে আরও অনেক মেধাবির মিত্যু দেখতে হবে।একজন খারাপ রেজাল্ট করলো বলেই তাকে সান্তনা না দিয়ে,তার চোখের সাম্নের অন্ধকার কে দূরে সরিরে দেবার চেষ্টা না করে উল্টো তাকে কটু কথা বলি?
দৃস্টি ভঙ্গি বদলান।কটু কথা বলে একটা স্বপ্ন কে না মেরে, সান্তনা আর উৎসাহ দিয়ে তাকে এগিয়ে যেতে দিন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:০১

ঢাকাবাসী বলেছেন: কতগুলো লোভী অপদার্থ অদক্ষ অশিক্ষিত মহা দুর্ণীতিবাজ মিথ্যেবাদী রাজনীতিবিদদের কারণে দেশের লেখাপড়া প্রায় ধ্বংশ হয়ে গেলো। অবশ্য এখন চাকরী পেতে বা ব্যাবসা করতে কোনো যোগ্যতাই লাগেনা বলে শোনা যায়! একটি বিশেষ গুন থাকলেই হলো!

০১ লা জুন, ২০১৫ রাত ৯:০৬

ফেক রুধির বলেছেন: কি জানি !! ? !!

২| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই এমনটা হওয়া উচিৎ না, কেউ খারাপ করলে আরো ভালো করার জন্য ওকে উৎসাহ দেওয়া উচিৎ

০১ লা জুন, ২০১৫ রাত ৯:১৪

ফেক রুধির বলেছেন: আমাদের দেশে উৎসাহ দেবার চর্চা খুব কম।কিভাবে অন্যকে কষ্ট দেওয়া যায় সেটাই বেশি চর্চা হয়।কিন্তু ভালো কাজে একটু সামান্য উৎসাহ পেলেই কিন্তু সেই কাজটাতে গতি বাড়ে।এগিয়ে যাবার প্রেরণা পাওয়া যায়।

৩| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:২৯

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: চিঠিটা পুরোটা পড়লাম ফেবু থেকে ও ঘুরে এলাম । খুবেই হতাশ হলাম । আর আমি এটাও বলতে পারি ঐ ছেলেটার মনে হয় কোন অহংকার ছিল । আর একটা কথা বলি ভাই শুনেন , যে ছেলেটা চিঠিটা লিখেছে তার অনেক কষ্ট হয়েছিল তাআমিও বুঝি । কিন্তু সে ও যখন এ+ পাইতো তখন সেও তার অন্য বন্ধুদের মত আচরন করতো । এই ধরনের ছেলে মেয়েদের বাপ মায়েদের আগে সায়েস্তা করতে হবে । আরে সে তো অল্পের জন্য পেল না , তাই তাকে অত্বহত্যা করতে হলো । কিন্তু এদিকে দেখেন যারা কোন রকমে পাস করলো টেনেটুনে ২ পেল , তাদের বাড়ীতে কত আনন্দ । এই ছেলেটির হিসেবে তাদের যারা ২ পেল তাদের কি করা উচিত ? কিন্তু তারা তা করছে না কেন ? তোমাকে কেন এরকম করতে হল ?
যাইহোক view this link কিভাবে করতে হয় ।

০১ লা জুন, ২০১৫ রাত ৯:৪৪

ফেক রুধির বলেছেন: ভাই আমি নিজেও এই ছেলের মতই অল্পের জন্য A+ মিস করেছি।আমিও কষ্ট টা বুঝি।কিন্তু এখানে আমাদের দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে।তাকে কটু কথা না বলে যদি সান্তনা দেওয়া হতো। তা হলে এমন হতো না।আর এখানে তার অহংকার নয় হতাশা কাজ করেছে।আসলেই বাবা-মা যদি একটু সচেতন হতো তাহলে এমন হতো না।আমার রেজাল্ট খারাপের জন্য আমাকে ও অনেক কথা শুনতে হয়েছে।কিন্তু আমার বাবা-মা আমাকে কখনো রেজাল্ট খারাপের জন্য বকা দেয় নি।তারা সবসময় আমাকে এগিয়ে যাবার জন্য সাপর্ট করেছে।আমরা যদি দৃস্টি ভঙ্গি বদলিয়ে এমন রেজাল্ট করা ছেলে-মেয়েদের কটু কথা না বলে এগিয়ে যাবার স্বপ্ন দেখাই তাহলে আমরা দেশ গড়ার জন্য অনেক ভালো কারিগর পাব।আপনার মুল্যবান কথার জন্য ধন্যবাদ।

৪| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:৫৪

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: আমিও যে তাদের কষ্টটা বুঝিনা তা কিন্তু নয় । আমি তাদের কথা বলতে চেয়েছি । আমাকে view this link টা একটু বুঝিয়ে দিন প্লিজ কিভাবে করতে হয়

০১ লা জুন, ২০১৫ রাত ১০:২১

ফেক রুধির বলেছেন: ও আচ্ছা আপনি যখন কোন লিংক পোস্ট এর ভেতরে রাখবেন তখন উপরের বারে এই রকম একটি ছবি থাকবে অখানে ক্লিক করলেই URL লিখার জায়গা পাবেন।

৫| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:২৪

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

০১ লা জুন, ২০১৫ রাত ১০:৩২

ফেক রুধির বলেছেন: আপনাকেউ ধন্যবাদ।

৬| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: এই রেজাল্ট দিয়ে জাতীর যে কত উন্নতি হবে তা ভাববার বিষয়। কারণ এ প্লাস ওয়ালাদের যদি ভিতরে কিছু না থাকে তাহলে বিপদ।

০১ লা জুন, ২০১৫ রাত ১০:৫৬

ফেক রুধির বলেছেন: একদম সত্য কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.