নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

"মৃত্যু এবং আমাদের বিবেক!!!"

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯


অনেকক্ষণ হল চা’র কাপ হাতে নিয়ে বসে আছে রুধির।চা অয়ালা বিরক্ত মুখে তাকিয়ে বলল।
ভাই চা তো ঠাণ্ডা হয়ে গেলো!খাইবেন না?হকচকিয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো রুধির।
ওহ হ্যাঁ।
চা শেষ করে বিল দিয়ে উঠে পড়লো রুধির।থামল সেই বড়ই গাছটার সামনে।এখন আর এখানে কেউ বসে না।ঘাস-লতা-পাতায় ছেয়ে গেছে চারদিক।এই গাছের নিচে একসময় কতো আড্ডা হতো।গীটারের টুংটাং বেজেই চলত।কতো কপত-কপতি এখানে তাদের স্বপ্নের জাল বুনত বসে বসে।ফেরিওয়ালারা হাক-ডাক করে যেত এই চা গরেম, বাদেম, ঠান্ডা পানি।কত জীবনের স্মৃতি হয়ে আছে গাছটা।
সেই শেষ কবে এখানে সবাই একসাথে বসেছিল ভুলেই গেছে রুধির!তবুও বার বার অতিতে ফিরে যাবার সহজাত প্রবিত্তি তাকে দমাতে পারেনি!হঠাৎ তার কানে আসলো
“দুনিয়া তোর সঙ্গেতে তে নাই
মন তোরে ক্যামনে বুঝাই
একলা হাটরে মন! একলা হাটরে।”
চমকে পিছনে তাকাল সে।আরে প্রদীপ না?!তুই?
আপনি কে?
আমি রুধির দোস্ত!
রুধির! ও!
তোর এই অবস্থা ক্যান?
বাবা মারা গেলো ইন্টারের পর।মা গেলো তার কিছুদিন পর!! হা হা হা!গাঁজাই এখন সঙ্গী,গাজাই মরণ!
কি সব আজে বাজে বলিস!
কিছুই বলি না?বাবা আমার পুলিশ হলেও ঘুষ খায় নাই কোন দিন!আর তোরা সব শিক্ষিতের দল।সব ঘুষ খোর সব!
অ্যাঁ!
দোস্ত তুই আমাকে চিনিস নাই?
আরে জগতে নিজেই মানুষ নিজেরে চিনে না,তরে আবার কে চেনে?জানিস বাবা কে যখন অরা চাপাতি দিয়ে বিনা কারনে কুপিয়েছে!বাবা শুধুই বলেছে লড়াই লড়াই।লড়াই করে যাব চিরদিন অন্যায়ের সাথে।তবুও ওদের কিচ্ছুটি হয়নি।বাবা মরে গেছে।আরে দুনিয়ায় কেউ কাউরে চেনেনা।আমিও একা! তুইও একা!সবাই একা!আরে জানিস না-
“দুনিয়া তোর সঙ্গেতে তে নাই
মন তোরে ক্যামনে বুঝাই
একলা হাটরে মন! একলা হাটরে।”
রাতঃ১.৪৪।০৬/১১/২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.