![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত কালের পথে হেটে হেটে
যখন নিষ্ঠুর সেই পথের বাঁকেই পৌঁছে যাই
বড়ই অবাক লাগে !
আমি কি আবার ও পথ ভুল করলাম?
সেই চিরচেনা পথ,
চেনা মাটির গন্ধ,
শিশির ভেজা ঘাস,
সেই বট গাছ !
ভুলবার নয় সেই পথের শেষ প্রান্ত,
যেখানে জারুল গাছের ছায়ার
রোপেছিলাম এক টুকরো স্বপ্ন!
সুপারি গাছ আর বাবুই পাখির
জীর্ন বাসাটাকে সাক্ষী রেখে।
স্বপ্নটা আজ আর নেই।
গাছ গুলো ও নেই!
কংক্রিটের মায়াজালে সব এখন
উচু দালানের নিচে চাপা পড়ে গেছে।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
ফেক রুধির বলেছেন: ?
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮
রেজাউল করীম বলেছেন: void(0);void(0);void(0);