![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিশ্ব নারী দিবস।
অনেকক্ষন থেকে ভাবছি কিছু একটা লিখব! মা কে নিয়েই শুরু করি।আমার মা একজন নারী।সে তার অবস্থান থেকে তার সন্তানদের যতেষ্ঠ ত্যাগ স্বীকার করেই বড় করেছেন।এখনো অনেক কষ্ট করেন আমাদের জন্য।হ্যাঁ প্রত্যেক মা নারী হিসেবে তার দায়িত্ব নিষ্ঠার সাথেই পালন করে যাচ্ছেন! আমারা কি পারছি তাদের ততটূকু প্রাপ্য সন্মান দিতে?প্রত্যেক মা কে তাদের অবস্থানে সন্মানিত করতে?দেশ অনেক এগিয়েছে,আমরা ও আজ নারী বিষয়ে অনেক সচেতন।তবুও বিদ্ধা-আশ্রমে অনেক মা কে দেখি খুব কষ্টে জীবন কাটাচ্ছে।হুইল চেয়ার যার ভরসা তাকে আমার সামনেই কাপড়ে প্রশ্রাব করতে দেখেছি।অই কাপড়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে দেখেছি! ওই মা র সন্তানের কিন্তু প্রশাব করার পর ঘন্টার ঘন্টা ভেজা কাপড়ে থকতে হয়নি! কাঁদলেই মা দৌড়ে গিয়েছে সন্তানকে শুকনো কাপড়ে মুড়ীয়ে দিয়েছে!মা ও কাঁদে সেই কান্নায় চোখে পানি আসেনা কষ্ট গুলো গড়িয়ে পড়ে!এখন আসলে বৃদ্ধ বয়সে নারীর যে প্রাপ্য অধিকার ভালোভাবে বাচবার তার একটা আইন করা উচিৎ।যদি থেকে থাকে তাহলে বাস্তবায়ন করা উচিৎ।
২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++++
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৩
পার্থসারথি চক্রবর্তী বলেছেন: ১০০% সহমত...