![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষত চিন্থ আঁকা রঙ চটে যাওয়া একেকটা
স্থবির স্বপ্ন নিয়ে বেঁচে আছি এ ভুবন ধরায়!
সুদূরে মানচিত্রে আঁকা এক সুখী ভাবনা
মাঝে মাঝে মনের আকাশে টহল দিয়ে,
চলে যায় দূর পরবাসে আর আমি!
একা সে মানব বসে ছেড়া কাথায় স্বপ্ন দেখি
একদিন নকশীকাঁথা গায়ে দিয়ে পল্লি বালিকার
ঘড় সাজাবো নতুন রেশমি-চুড়ি আর লাল-আলতায়!
গুণগুনিয়ে গান গাবে সে,থাকবেনা মনে আতঙ্ক
অবেলায় জীবন নাশের ভয়,থাকবেনা পিশাচের
কালো দৃষ্টি আর জীবন্ত নোংরা কাম লালাসা
ভরা নগ্ন উম্মাদের পাপাবিষ্ট শরীর,জানোয়ারের
ধারালো নখের উন্মুক্ত আঁচর আর ক্রুর হাসি!
আমি স্বপ্ন দেখি আর আঁতকে উঠে নিজের বিবেকটাকে
মেরে ফেলি!নিজেকে তিল তিল করে আঘাত করি,
আবার জেগে উঠি আবার আঘাত করি।কলিজা বের
করে ফেলি আবার মেরে ফেলি নিজেকে বার বার।
তারপরেও আমি ধর্ষিতার কষ্ট অনুভব করতে পারিনা।
আমার বোনের চিৎকার আমি বুকের মধ্যে ধরে রাখতে
পারিনা!পারিনা কারন আমি জানিনা শরীরের ক্ষত গুলো
কীভবে সহ্য করতে হয়।আমি হয়তো শুধু শোক প্রকাশ
আর বিচার চেয়েই থেমে যেতে পারি।হয়তো দু কলম
লিখে মনের ক্ষোভ মিটিয়ে নিতে পারি অনায়াসে।
কিন্তু সেই পল্লি বালিকা!কিম্বা হাজার নারী!
আমার বোন! তার কী দোষ?তার জীবন?তার শরীরের ক্ষত?
তার মনের যন্ত্রনা?সেগুলো কি বিচার করে কিংবা ফাসি দিয়েও
মেটানো যাবে?আগের স্বাভাবিক জীবন?
আচ্ছা ছোট্ট সেই বালিকা,যার পুতুলের সংসার গড়ার কথা
তার কেন আজ হাসপাতালের বেডে বাবাকে - মাকে ভয়
পেতে হবে?আজ কেন শরীরে,মুখে-মাথায় হাজার চিন্থ নিয়ে
বাবা কে আংকেল ডাকতে হবে?কি দোষ তার সে নারী?
আরেহ জন্মদাত্রী ও কিন্তু নারী, মা কে যে ভাবে,আপন বোনকে
যে ভাবে ভালোবাসি।মা কে যে ভাবে শ্রদ্ধা করি , আমি কি পারবনা
সমাজের নারী গুলোকে ঠিক সেই চোখে দেখতে?
"উতসর্গ আমার সকল বোনদের যারা আজ সমাজের চোখে করুণা,
কিন্তু আমার চোখে অবহেলিত,নির্যাতিত,মানুষের জন্য যতটুকু দরকার সে অধিকার বঞ্চিত"
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৮
কানিজ রিনা বলেছেন: জাগো নারী জাগো অগ্নী শিখা