নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

রুদ্ধ কণ্ঠস্বর

২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৯

কাব্য মালা এখন নির্জীব হয়ে আছে,
জীবনের সাথে মিশে গেছে এক বিন্দু রক্ত কণায়
কবিতার কথা মালা।
হারিয়ে গেছে জীবনের শেষ ইচ্ছের অক্লান্ত মন বাসনা।
তাই আজ আমি কাব্যহীন নির্ঘুম জেগে আছি কবির খোঁজে!
যে কবি আজ আমায় নিয়ে লিখবে,
আমার সমস্ত দুঃখ দিনের কথা শুনে অলংকৃত করবে তার কাব্য মালা।
আর আমি বেচে থাকবো তার মনের আকুতিতে।
হয়তো আমার অস্তিত্ব তখন থাকবেনা প্রকৃতিতে,
ফসিল হয়ে যাবে আমার দেহের কাঠামো।
আমি হারিয়ে যাব অতল গহব্বরে।
কিন্তু আমি বেঁচে থাকতে চাই কবির কবিতায়।
যে কবিতা লিখা হবে শুধুই আমার জন্য।
আমাকে আমার আকুতিকে যেখানে প্রাধান্য দেওয়া হবে।
আমি আজ বলতে চাই আমার অব্যাক্ত কথামালা,
মনের কোনের বিষন্ন গল্প!কিন্তু কোথায় সেই গল্প গুলো,
গোহীনের কষ্ট গুলো যা কেউ জানে না।
আজ সব হারিয়ে গেছে,
অনেক কষ্টেও সেগুলো ফিরিয়ে আনতে পারলাম না মস্তিষ্কে।
ভুলে গেছি, বয়সের সাথে সাথে সব ভুলে গেলেও
অজানা বিষন্নতায় আজ মন বেদনাচ্ছন্ন।
হয়তোবা অবচেতন মন
সেই ভুলে যাওয়া কষ্ট গুলোকে টেনে আনতে চাইছে ভেতর থেকে।
কিন্তু ধুলোয় মলিন আর ক্ষয়ে যাওয়া স্মৃতি কি আর ফিরে আসে???

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৬

অতঃপর হৃদয় বলেছেন: না আসেনা।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৮

ফেক রুধির বলেছেন: :(

২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৭

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: সব কিছু ভুলে গিয়ে নতুন উদ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিন।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩২

ফেক রুধির বলেছেন: ধন্যবাদ। সাহস যোগাবার জন্য।

৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৮

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: জীবন থেমে থাকেনা ।পরিস্থিতি মানুষকে সাহসী করে বা সাহসী করতে বাধ্য করে নছেৎ দূর্বল মানষের ঠাই কোথাও নেই।

২২ শে মার্চ, ২০১৭ ভোর ৫:২০

ফেক রুধির বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৯

কানিজ রিনা বলেছেন: তবে তাই হোক লেখক যদি মিথ্যে না লিখে
কবিও কখনও নবী হয়।

২২ শে মার্চ, ২০১৭ ভোর ৫:৩২

ফেক রুধির বলেছেন: !!! :)

৫| ২২ শে মার্চ, ২০১৭ ভোর ৪:০২

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: যদি মিথ্যে না লিখে
কবিও কখনও নবী হয়।
এখানে হঠাৎ করে নবীর কথা আসলো কেন? কানিজ রিনা কে বলছি....

৬| ২২ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৩৯

কালান্তরের অশ্বারোহী বলেছেন: হে মানব,তুমি এই জগতের শ্রেষ্ঠ জীব। তুমি চাইলে, কখনই হারবে না। তোমাকে জেতার আনন্দ দেয়ার জন্য সৃস্টি করা হয়েছে।

২২ শে মার্চ, ২০১৭ ভোর ৫:২৪

ফেক রুধির বলেছেন: চমৎকার বলেছেন। ধন্যবাদ।

৭| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

ফেক রুধির বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: কাব্য মালা এখন নির্জীব হয়ে আছে,
জীবনের সাথে মিশে গেছে এক বিন্দু রক্ত কণায়
কবিতার কথা মালা।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

ফেক রুধির বলেছেন: :)

৯| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

ধ্রুবক আলো বলেছেন: স্মৃতী ফিরে আসে মনে পড়ে ঝাপসা হয়ে।
কবিতায় ++

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

ফেক রুধির বলেছেন: স্মৃতি ফিরে আসবার জন্যই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.