![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম থেকে উঠেই বন্ধু তুহিন এর ম্যাসেজ “আজ ক্লাস হবে না” দেখে মনে পড়লো আজ বুধবার,সপ্তাহের এই দিনটাতে একটাই ক্লাস।অনেক দিন টানা ক্লাস করে একঘেয়েমি লাগছিলো।আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না,ব্যাপারটা মনে হতেই একটা শুণ্যতা এসে ভর করলো আরাফার মনে।কি করবে এখন তাহলে?মস্তিষ্ক ফাকা ফাকা লাগছে,মনে হচ্ছে অনেক কাজ ছিলো সব শেষ হয়ে গেছে।আরেকটু ঘুমোতে ইচ্ছে করছে কিন্তু ঘুম আসছে না।অনেক দেরিতে ঘুমালেও ঘুম ভেঙ্গেছে সকালেই।একটু দেরী করেই ঘুম থেকে ওঠা একটা নিয়ম হয়ে গেছে আজকাল।
ঘুম থেকে উঠে হঠাৎ অনাকাঙ্ক্ষিত ছুটি পেয়ে কিছুক্ষণ একটা ঘোর কাজ করলেও আস্তে আস্তে ঘোর কেটে যাচ্ছে।অনেকখন ধরে ভাবছে কি করবে।হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো।হঠাৎ বৃষ্টিটা আরাফার খুব প্রিয়।বিছানা ছেড়ে চলে গেলো জানালায়।বুক ভরে সদ্য ভেজা মাটির ঘ্রাণ নিলো আরাফা।নিমিশেই মন ভালো হয়ে গেলো।
ভাবতে শুরু করলো জীবনের আনন্দময় কিছু ঘটানার কথা।ভাবতে ভাবতে হঠাৎ নিঃসঙ্গ মনে হলো নিজেকে।পুরানো সেই দিন গুলো যেখানে স্মৃতি গুলো থেমে আছে অজান্তেই চোখের কোণে চিকচিক করে উঠলো জল।অজানা কিন্তু খুব পুরানো চেনা একটা বিষন্নতা এসে ভড় করলো মনে।বৃষ্টি ঝরে পড়ছে অঝোর ধারায়,আরাফার মনেও বৃষ্টি ঝরছে,হঠাৎ মেঘের গুড় গুড় ডাকে সৎবিত ফিরে পেয়ে ভাবছে জীবনের জন্য আসলে কিসের প্রয়োজন সবচেয়ে বেশী?নিঃসঙ্গতা?নাকি সবাইকে নিয়ে ভালো থাকা। নাকি অন্য কিছু?এই প্রশ্নের উত্তর তার জানা কিন্তু বারবার এই প্রশ্নের সম্মুক্ষীন হলেই নিজেকে হারিয়ে ফেলে, ফিরে যায় অজানা কোন অতীতে যেখানে জীবনের খুব সুন্দর অনুভূতি গুলো সে পেয়েছে.............................................
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৫
ফেক রুধির বলেছেন: ঠিক ধরেছেন।সেইটা আসলেই মানুষ জানেনা।আর না জানাটাই প্রশ্নের উত্তর।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: I enjoy 3H....
Health
Honour &
Happiness
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১
মোস্তফা সোহেল বলেছেন: জীবনের জন্য আসলে কিসের প্রয়োজন সবচেয়ে বেশী? সেটা মানুষ নিজেই হয়তো জানে না।