![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত তুমি আবারো বিবেক বান হবে কবে?
রক্ত তুমি কবে আবারো শীতল হবে অধীকার নিয়ে।
রক্ত তুমি কবে শান্ত করবে সমাজটাকে।
রক্ত তুমি কবে স্বাধীনতার -স্বাধীন শব্দটাকে উন্মুক্ত করবে।
রক্ত কবে তুমি পিচাশের শরীর থেকে নেমে আসবে নরক যন্ত্রণা হয়ে।
রক্ত কবে তুমি লাল লহিত কণাকে ভেঙ্গে চূড়ে একাকার করে মানুষকে মানুষ বানাবে?
-বিকাল - ৪.১৬ - ৫-৮-২০১৮
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: বাহ !