![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আবার অবরুদ্ধ হও,
আবার বাক রুদ্ধ হও,
আমি তোমার অস্তিত্বে
প্রবেশ করে চেচিয়ে উঠি উচ্চ স্বরে
আমায় মুক্তি দাও হে মানব যন্ত্রনা
আমায় মুক্তি দাও...!
শুধু তোমার দুষিত চরিত্র
তুমি নিয়ে যাও হে
নগ্ন উম্মাদ নষ্ট মানব শরীর......
৫-১-১৯ রাত ২ঃ৮
২০ শে জুন, ২০১৯ রাত ৮:৪২
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৬
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতাটা আরেকটু দীর্ঘ হতে পারলোনা কবি?
২০ শে জুন, ২০১৯ রাত ৮:৪৩
ফেক রুধির বলেছেন: দীর্ঘ হলে হয়তো কবিতার চাহিদা থাকতো না।
৩| ১২ ই মে, ২০১৯ রাত ১০:৫৬
মাহমুদুর রহমান বলেছেন: মুক্তি পেতে হলে উপায় খুঁজুন।
৪| ২০ শে জুন, ২০১৯ রাত ৮:৪৪
ফেক রুধির বলেছেন: মুক্তির উপায় হয়তো আছে, কিন্তু দিনের শেষে সেটা খুজে পাওয়া যায় ন।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৯ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।