![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যান্বাসী মিথ্যুক , জগৎখ্যাত চর্মখাদক।
নিন্দুক নয় লোভী , জীবন্ত পাপী ।
নিয়তি নব উল্লাসে বাদ্য বাজায় ।
আর পূণ্য পড়ে রয় রাস্তায়!
যেখানে ছালার বস্তায় শীত পালায়,
আর উচ্চাভিলাসী মন কম্বলের তলায়
নিদ্রা যায়।
বাঁচো তোমার ঐ গর্বে ভরা অহংকার নিয়ে!
মুখ থুবড়ে পড়বে নোংরা কাদায়!
কাদায় দাগ না লাগলেও, গরীবের
চোখের জল কপালে দাগ ঠিকই লাগাবে।
খুঁজবে তখন নিরুপায় হয়ে নিজের ভবিষ্যৎ।
২৪-জানুয়ারী-২০২১ , ১০ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ , রাতঃ ১২ঃ০৫ মিনিট।
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৫
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ, আপনাকে।
২| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫২
রানার ব্লগ বলেছেন: ও রে বাবা
ভাই কারে অভিশাপ দিলেন !!!
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৬
ফেক রুধির বলেছেন: যারা অভিশপ্ত হবার যোগ্য । এই অভিশাপ তাদেরি জন্য।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৭
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর