![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভালোবাসায় কোন কামনা নেই,
নেই কোন দেহ-তাত্মিক ক্ষুধা!
আমার ভালোবাসায় আছে মিষ্টতা
অমীয় সুধা!
আমি ভালোবাসতে জানি উন্মুক্ত বুকে।
যেখানে পাজরের হাড় কখনো সেল হয়ে
বন্দীশালা তৈরি করে না।
হে মোর প্রিয় আমার ভালোবাসা এক
অন্যরকম আবেদন নিয়ে তোমার জন্য
তৈরি হয়!
যেই ভালোবাসায় তোমার চোখের গভীরতা আর!
ওষ্ঠের প্রবল আবেদন ময়তাকে অগায্য করে
সৌন্দর্য খুঁজে ফেরে।
আমি সেভাবেই ভালো বাসি যেখানে প্রাধাণ্য পায় তোমার
চুলের মাঝের উড়ন্ত ঢেউ!
তোমার চুলের গন্ধ কখনো শুকতে যাইনি।
তাইতো আমার উন্মুক্ত ভালোবাসা নিতে তুমি বারবার
ফিরে আসো, আমিও চাই
অকারণেই আমায় ভালোবাসো , দূরে থাকো , ভালো থাকো।
১৯-৮-২০২১ ,৪ ভাদ্র ১৪২৮, রাত ৯.৫০
২০ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৪
ফেক রুধির বলেছেন: আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
২| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৯
দেয়ালিকা বিপাশা বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৪
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩০
রানার ব্লগ বলেছেন: আপনি আসলে ভালোবাসতেই জানেন না। কাম ক্রধ হিংসা প্রেম যে সম্পর্কে নাই তা সম্পর্ক না তেলের ঘানি।
২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৭
ফেক রুধির বলেছেন: তাই বোধ হয় .... ভালোবাসতে জানলে সে হয়তো কোনোদিন হারিয়ে যেত ন।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০২১ রাত ১:৩০
স্প্যানকড বলেছেন: ভাই, এমন প্রেম আমার চাই না দুঃখিত! ভালোবাসব এমন চুমুতে ধরবে কাঁপন ! হা হা হা। ভালো থাকবেন।