নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Why so serious about me? It\'s too fun to know u that I\'m stupid...

রুদ্র কায়সার

রুদ্র কায়সার › বিস্তারিত পোস্টঃ

বই পড়াঃ মায়ান কনস্পিরেসি (লেখকঃ গ্রাহাম ব্রাউন)

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪

বইয়ের নামঃ মায়ান কনস্পিরেসি
লেখকঃ গ্রাহাম ব্রাউন
অনুবাদঃ অসীম পিয়াস
প্রকাশনীঃ রোদেলা
মূল্যঃ ৪৫০ টাকা
প্রকাশকালঃ ২০১৬ (বইমেলা)




এক বাক্যেঃ
অ্যাডভেঞ্চার আর অ্যাকশনের সংমিশ্রণে দারুণ এক অভিযানের সাথে পাঠক নিজেই সম্পৃক্ত হয়ে যাবে।

কাহিনি সংক্ষেপঃ
পৃথিবীর বুকে রহস্যের অন্যতম এক নাম আমাজন। সেই আমাজনেই এক রহস্যের সন্ধানে নেমেছে আমেরিকান সরকারের অনুদান প্রাপ্ত একটি প্রতিষ্ঠান ‘ন্যাশনাল রিসার্চ ইন্সটিটিউট, সংক্ষেপে যে এন.আর.আই নামে পরিচিত। এদের এই অভিযানের উদ্দেশ্য আমাজনের গহীনে শীতল ফিউশনের সন্ধান করা।

প্রশিক্ষিত সামরিক সদস্য, দুজন গবেষক আর সি.আই.এ’র প্রাক্তন সদস্য এবং দক্ষ পাইলট হকারকে নিয়ে এই অভিযানের নেতৃত্বে থাকা ড্যানিইয়েলি লেইডলের দলটি গঠিত। আমাজনের অভ্যন্তরে মায়ান মন্দিরের উদ্দেশ্যে তাদের যাত্রা, যেখানে মিলবে সম্ভাব্য শীতল ফিউশন। আর তাদেরকে অনুসরণ গোপনে এগিয়ে যাচ্ছে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও নিরব শত্রু, যাদের নিজেদের লক্ষ্যও শীতল ফিউশন আয়ত্ব করা।

মায়ান পুঁথি ‘পপুল ভাহ’ হতে পাওয়া সূত্র অনুসরণ করে এগিয়ে যাওয়া দলটি চলার ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়। মৃত্যু বার বার তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। মৃত্যুকে ঠেলে আবিষ্কার করে নতুন চমক ‘তুলান জুয়ুয়া’। পেছনে লাগা অন্য দলটি ছাড়াও তাদের অজ্ঞাতে বেরিয়ে আসে আরও এক ভয়ঙ্কর শত্রু। আগ্রাসী এই নতুন শত্রুটি সাধারণ কেউ নয়, পৌরাণিক দানব।

পাঠ প্রতিক্রিয়াঃ
চমৎকার প্লট আর অ্যাডভেঞ্চার ও অ্যাকশনের সংমিশ্রণে লেখা গ্রাহাম ব্রাউনের এই উপন্যাসটি বেশ শ্বাসরুদ্ধকর। শীতল ফিউশন যা পৃথিবীর জ্বালানীখাতে বিপ্লব এনে দেবে, আর তা দখল নেবার এই অভিযানে আছে টিকে থাকার জন্য লড়াই, ভীতি, মৃত্যু, বিশ্বাস ঘাতকতা, টিম ওয়ার্ক, অচেনা শত্রু এবং উপন্যাসের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার, ভয়ঙ্কর ও আগ্রাসী শত্রু এক পৌরাণিক দানব। বুদ্ধি আর সাহসের চমৎকার মিশেলে টানটান উত্তেজনায় ভরা এই উপন্যাসটি সবটা মিলিয়ে বেশ জমজমাট একটা লেখনি।
*
রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা মায়া সভ্যতা নিয়ে চমৎকার অনেক তথ্য। আধুনিক সভ্যতা আর হারিয়ে প্রাচীন সভ্যতার পাশাপাশি চিত্রটি বিস্মিত করবে। উপন্যাসের সবচেয়ে বড় থ্রিল হচ্ছে মায়ান পুঁথিতে উল্লেখিত কাঠমানব আর তাদের পালিত পৌরাণিক দাবন। প্রায় অপ্রতিরুদ্ধ এই ভয়ঙ্কর দানবের সাথে যুদ্ধটা বেশ জমিয়ে দিয়েছে উপন্যাসটি। তাদের মৃত্যু তাণ্ডবের সম্মুখে দাঁড়িয়ে শঙ্কিত হবে পাঠক। সেই সাথে প্রতিরোধের উপায়টিও বেশ চমক দেবে।

অনুবাদ সম্পর্কে মন্তব্যঃ আমার নিকট মনে হয়েছে যথেষ্ট ভাল অনুবাদ, এবং সুখপাঠ্য।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.