নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Why so serious about me? It\'s too fun to know u that I\'m stupid...

রুদ্র কায়সার

রুদ্র কায়সার › বিস্তারিত পোস্টঃ

শখ... (আমার আনাড়ি হাতে আকা কিছু ছবি)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

জেল পেনে আঁকিবুঁকি।

চশমার ফ্রেম বন্দী চোখ।


ও পোড়ামুখো চাঁদে ভালোলাগার কিছু নেই;
তারচে' এঁদোগলির মোড়ে দাঁড়িয়ে থাকা বেশ্যা ঢের ভালো।

-নিজের লেখার অলংকরণ।

চোখ...

গঙ্গাফড়িং এর ডানায় দেখা স্বাধীনতা।

মাঝে মাঝে নিজেকে নিয়েই মজা করি।

পরীক্ষায় প্রশ্ন কমন না পরায় খাতা ভরে এঁকেছিলাম অজানা একজোড়া চোখ।

আমার হাতে আমার আমি, এবং সে।

নিজের সাথে জারিজুরি।
ইচ্ছে হলেই হরেক রকম সাজাতে পারি

মন্তব্য ৪৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

রুদ্র কায়সার বলেছেন: :) ধন্যবাদ

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। শখকে সিরিয়াস ভাবে নিতে পারেন।

+।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯

রুদ্র কায়সার বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

কালপুরুষ কালপুরুষ বলেছেন: দারুন দারুন সঙ্গে অলঙ্কারগুলোও দারুন সাজিয়েছেন।
++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার হইছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

প্রানের কথা ! বলেছেন: অবাক হয়ে দেখতে ছিলাম । আনাড়ি হাতেই এত সুন্দর <<<<<<<শুভকামনা রইলো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৮

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

সুলতানা রহমান বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে। দু নাম্বার বেশি। কিন্তু তিন নাম্বারটা অন্যভাবেও ফুটিয়ে তোলা যেতো। একদমই যায় নাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২

রুদ্র কায়সার বলেছেন: মনে থাকলো

মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩ এর ক্যাপশান ভাল লাগেনি , আঁকা অসাধারণ হয়েছে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

হাবিব বলেছেন: অসাধারণ হয়ছে ভাই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

মেহেদী রবিন বলেছেন: আপ্লুত; ফ্রিতে একটা স্কেচ আকায় নেওয়ার তীব্র বাসনা জেগেছে। সে আর আপনাকে নাই বা বললাম। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০

রুদ্র কায়সার বলেছেন: আমি জেনেও না হয় না জেনে থাকলাম :)

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: আর্ট সম্পর্কে আইডিয়া নেই। তাই ডিটেইল কোন মন্তব্য নাই।

চোখের দেখায় ছবিগুলোকে বেশ ভালই লাগলো।

+

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২

রুদ্র কায়সার বলেছেন: ছবি সম্পর্কিত জ্ঞান আমারও নেই, কেননা কখনো শেখা হয়নি। শখের বসে নিজে দাগাদাগি করে যা করা হয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৭

কাল মানব বলেছেন: দেখে মনে হলো হাতটা আনাড়ী নয়।পাকা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০০

রুদ্র কায়সার বলেছেন: সত্যিই আনাড়ি হাত

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

মাদিহা মৌ বলেছেন: এক্সাম টাইমে আমারো একই অবস্থা …

সং দেখে হাসতে হাসতে শেষ … একদম পারফেক্ট!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০

রুদ্র কায়সার বলেছেন: হাহাহা....

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

মাদিহা মৌ বলেছেন: তিন নাম্বার ছবিতে চাঁদটা আসলে একটাকা, তাই না?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৮

রুদ্র কায়সার বলেছেন: হুম..ওটা একটা একটা মুদ্রার কপি

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

অশ্রুকারিগর বলেছেন: বেশ সুন্দর। পোস্টে প্লাস।
আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে নিজের সাথে জারিজুরি ক্যপশনের ছবিটা।
তবে ক্যাপশন মনমতো হয়নি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

রুদ্র কায়সার বলেছেন: :) মন্তব্যের জন্য ধন্যবাদ

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ !!!

এইটা কমন পড়ছে, এমন অনুভূতি আমারও বহুবার হয়েছেঃ

//পরীক্ষায় প্রশ্ন কমন না পরায় খাতা ভরে এঁকেছিলাম অজানা একজোড়া চোখ।//

ভাল থাকুন । সবসময় ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

রুদ্র কায়সার বলেছেন: জেনে ভাল লাগলো

:) মন্তব্যের জন্য ধন্যবাদ

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

রিমন রনবীর বলেছেন: বেসাধারন :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

রুদ্র কায়সার বলেছেন: :)

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

বেচারা বলেছেন: আনাড়ি হাতে পাকা ছবি। আঁকুন, ভাল থাকুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

রুদ্র কায়সার বলেছেন: :) আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা সতত

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ফরহাদ মেঘনাদ বলেছেন: অসাধারণ চিত্রলেখা ! দারুণ হাত আপনার!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০

আমি মাধবীলতা বলেছেন: কী ভীষণ সুন্দর !!! আমায় শেখাবেন ?? :``>>

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

রুদ্র কায়সার বলেছেন: আমি কখনো শিখিনি, তাই শেখানো পন্থাটাও জানা নেই। স্কিল, রুল এসব কিছুই জানি না। চোখের দেখায় আঁকতে আঁকতে এটুকু যা... :D

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

আনিকা সালসাবিল নীলাঞ্জনা বলেছেন: অসাধারণ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

রুদ্র কায়সার বলেছেন: ধন্যবাদ

২২| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! ইচ্ছে করে এমন কিছু আকিবুকি করতে, কিন্তু সাধ্য নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.