| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্র কাওসার
রুদ্র কাওসারের জন্ম ১৯৯৬ সালের১০ নভেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামে। বাবা মঞ্চ নাটকের শিল্পী হবার সুবাদে বাড়িতে বিভিন্ন নাটকের বই ছিল। কবি অবসরে সেই বইগুলো পড়তে পড়তেই সাহিত্যের প্রতি অনুরাগী হন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাহিত্য জগতে প্রবেশ। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হচ্ছে। রুদ্র কাওসার জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইস এস সি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
একা- রুদ্র কাওসার
ক্লান্ত চরণে থমকে দাঁড়িয়েছি,
জীবনের এই দীর্ঘ পথের শেষে,
ঝরা শেফালির সফেদ ধুলায়,
পদচিহ্ন এঁকে যাই একা!
স্বার্থের পৃথিবীতে কেউ ছিলোনা,
ঘুমিয়ে আমি শব্দের মাঝে-
কেউ হয়না মহাযাত্রার সহযাত্রী!
এই নশ্বর গ্রহে সকলই একা-
মাতৃ ফুলেও ছিলাম একা,
যেতে হবেও তোমাকে একা!
মাঝ পথে সঙ্গের ভণিতায়,
এই মঞ্চে নিত্য অভিনয়!
কেউ হয় বাবা কেউ মা!
কেউ হয় প্রেমিক যুগলবন্দী,
কেউ সাজায় আবেগের পশরা,
কেউ আসে ফুল হাতে!
আসলে কেউ কারও নয়,
কেউ হয়না অন্তিম সঙ্গী!
©somewhere in net ltd.