নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্রাক্ষী

আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে

রুদ্রাক্ষী

আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিল.........

রুদ্রাক্ষী › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসা-----------

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলাম ....... আবার ফিরে আসলাম আমার ভালোলাগার জগতে .......।কর্মজীবনের অমানুষিক চাপের কারনে আসলে ব্লগ থেকে দূরে ছিলাম শুধু তাই না এই আড়াই মাসে কয়দিন সূর্য দেখেছি মনে পড়ছেনা ....। আড়াই দিন পরপর রাতে ঘুমাতে বাসায় আসতাম..............



কিন্তু ব্লগ খুলেই প্রথমেই ধাক্কা খেলাম........।ইমন জুবায়ের ...........।নেই............।বিশ্বাসই হচ্ছে না ....কিভাবে হলো?



আবার আসিফ ও আহত..........।সব জায়গায় হতাশা.................।



একটু শান্তি চাই.............।অন্তত একটা দিন প্রান খুলে বাচতে চাই...........।এত অস্হিরতা আর ভালো লাগে না..............।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

নীলঞ্জন বলেছেন: Shuvo prottaborton

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

রুদ্রাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলান্জন........... অনেক ভালো থাকবেন।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

ফারজুল আরেফিন বলেছেন: কর্মজীবনের চাপে আমিও ব্লগে নাই।
মাঝে মাঝে আসি, উঁকি ঝুকি দিয়ে যাই। :(

ফিরে আসা শুভ হোক, আনন্দের হোক।

ভালো থাকুন ভাইয়া......।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

রুদ্রাক্ষী বলেছেন: খুব শিঘ্রই নিয়মিত হয়ে যাবো..............। আপনিও আগের মতো সরব হয়ে যান............অনেক অনেক ভালো থাকবেন ফারজুল......................।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

রাতুল_শাহ বলেছেন: আমারো একই অবস্থা ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

রুদ্রাক্ষী বলেছেন: কি আর করা তবুও চেস্ঠা করবো একটু একটু করে .........।চেস্ঠা করলে সবই হবে................ভালো থাকবেন রাতুল।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

লোনলিফাইটার বলেছেন: ওয়েল কাম ব্যাক ব্রো ;) B-)) !:#P

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

রুদ্রাক্ষী বলেছেন: আপনি আবার....................দারুন তো.............।অনেক ভালো লাগলো .......।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

লোনলিফাইটার বলেছেন: আমি অলওয়েজ থাকবো ব্রো ;) B-)) :P

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

আমি ব্লগার হইছি! বলেছেন: মানুষের পিছনে লাগতে আর ভালো লাগে না। এবার ভালো হয়ে যাব।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ফারজুল আরেফিন বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া। !:#P !:#P !:#P

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।



৮| ১১ ই মে, ২০১৩ রাত ১২:১০

ইয়ার শরীফ বলেছেন: ওয়েল কাম ব্যাক

১১ ই মে, ২০১৩ রাত ৯:৪৩

রুদ্রাক্ষী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,শরীফ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.