নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রুদ্র বলছি, জেগে আছি ওরেলিয়ার স্মৃতি নিয়ে

লাল আমস্ট্রং

লাল আমস্ট্রং › বিস্তারিত পোস্টঃ

এ কি সত্যিই চন্দ্রব্যথা?

১২ ই মে, ২০১৬ বিকাল ৩:০০



এ কি সত্যিই চন্দ্রব্যথা?

গভীর গাঢ় নিশীথে, সেই অমবষ্যার রাতে
মনে পড়ে যায় চন্দ্রপ্রভা।
কেন?
আছে কি আমার আসলেই
চাঁদের কাছে অনেক ঋণ?

আবার কেন মনে পড়ে যায়
বুক জুড়ে শুয়ে থাকা নীল জ্যোৎস্না?
কেন আমি বারবার অনুভব করি
নীরব স্পর্শে কোল জুড়ে বয়ে চলা?
সত্যিই হয়ত হৃদয়ে খোদাই হয়ে গেছে
আড়িয়াল খাঁ নদীতে দেখা
সেই অপরূপ চাঁদের ছায়া।

হয়ত সত্যিই কষ্ট আমার কারাশৃঙ্খল।
তাই আজ এই অন্ধকারের উপাস্যে
শিথিল হয়ে গেছে সব বাঁধ।



রুদ্র
মে ১২, ২০১৬

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১২ ই মে, ২০১৬ বিকাল ৩:১২

লাল আমস্ট্রং বলেছেন:

-


ধন্যবাদ পাঠের জন্য।

২| ১২ ই মে, ২০১৬ বিকাল ৩:২১

মিস্টার কিলবিল বলেছেন: সত্যিই হয়ত হৃদয়ে খোদাই হয়ে গেছে
আড়িয়াল খাঁ নদীতে দেখা
সেই অপরূপ চাঁদের ছায়া।
-- মুগ্ধ হলাম।

১২ ই মে, ২০১৬ বিকাল ৩:২৫

লাল আমস্ট্রং বলেছেন:

-


বাস্তবতা। ঐ দৃশ্য একবার দেখলে কিছুতেই ভোলা যাবে না।

৩| ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৫

অঘ্রান প্রান্তরে বলেছেন: সুন্দর কবিতা, ভালো থাকুন সব সময়।

১৩ ই মে, ২০১৬ রাত ৯:২৯

লাল আমস্ট্রং বলেছেন:


-



আচ্ছা থাকব ভাল।

৪| ১২ ই মে, ২০১৬ রাত ৯:২৯

মো: ইমরান আল হাদী বলেছেন: কবিতায় ভাললাগা।

১৩ ই মে, ২০১৬ রাত ৯:৩০

লাল আমস্ট্রং বলেছেন:


-


আরও বিস্তারিত মন্তব্য আশা করি, ভবিষ্যতে ভাল করার জন্য।

৫| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: লাল আমস্ট্রং ,



খুব যে ভালো হয়েছে বলা যাবেনা । তবে রূপকল্প ভালো । আরো আরো শক্তহাতে লিখতে হবে । তবেই কবিতার চাঁদের কাছে পড়ে থাকা ঋণ শোধ হবে ।

অহেতুক প্রশংসা করিনি, তাতে আপনার কবিতার পথে চলা হোচট খেতে পারে ।

শুভেচ্ছান্তে ।

১৩ ই মে, ২০১৬ রাত ৯:৩৮

লাল আমস্ট্রং বলেছেন:


-


ফিনিশিংটা আমার খুব পছন্দ হয় নাই। প্রশংসা চাই না, কোন জায়গায় বেখাপ্পা কিছু দেখসেন কিনা জানায়া গেলে আরও খুশি হইতাম।

৬| ১২ ই মে, ২০১৬ রাত ১১:৪৮

মুসাফির নামা বলেছেন: হয়ত সত্যিই কষ্ট আমার কারাশৃঙ্খল।
তাই আজ এই অন্ধকারের উপাস্যে
শিথিল হয়ে গেছে সব বাঁধ।


সব বাঁদ।

১৩ ই মে, ২০১৬ রাত ৯:৩৮

লাল আমস্ট্রং বলেছেন:


-


বাঁদ কি জিনিষ?

৭| ২৫ শে মে, ২০১৬ ভোর ৪:৩৩

রিপি বলেছেন: চাঁদ মামার প্রতি আমিও অনেক দু্র্বল।
ভালো লেগেছে কবিতা।

৮| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:২৬

সবুজ আমস্ট্রং বলেছেন:

-


ভাল।@রিপি।

৯| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:২৮

সবুজ আমস্ট্রং বলেছেন:

-


আমার লাল আমস্ট্রং নিকের পাসওয়ার্ড হারিয়ে গেছে। এখন থেকে আমাকে সবুজ আমস্ট্রং নিকে পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.