| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ রুবেল সরকার
ফ্রিল্যান্সার, বাহিমালী, বনপাড়া, নাটোর।
ঠিক ঠাক ভাবে চলা জীবন কেন জানি কিছু
সময়
নিজের অজান্তে
এলমেলো হয়ে যায়। ঠিক বুঝে উঠতে পারিনা
কেন এমন হয়। মনের মাঝে কোথাও হিম ভারী
কুয়াশা জমাট ধোঁয়ার মতো উড়ে
বেড়ায়, নীল আকাশ টা কেন যেন হঠাৎ করে
ধুষর ঘন কালো মেঘে ঢাঁকা পড়ে যায়। কিছুই
ভাল লাগেনা তখন । মনে হয় আমি নিজে আর
আমার
আশে পাশে সব কিছু এলোমেলো হয়ে
গেছে। মাঝে মাঝে মানুষের জীবনটা কেন
এলোমেলো হয়ে যায় এই প্রশ্নটা আমকে
অনেক ভাবিয়েছে। ... কিন্তু ভেবে কি হবে ,
এলোমেলো হওয়াটাই তো জীবনের নিয়ম।
জীবন তো জীবনের নিয়মেই চলবে।
©somewhere in net ltd.