| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ রুবেল সরকার
ফ্রিল্যান্সার, বাহিমালী, বনপাড়া, নাটোর।
বাস্তব জীবনে সফল হতে কে না চায়, অামিও
তার ব্যতিক্রম নই। এর জন্য কঠোর পরিশ্রমও
করে যাচ্ছি। কিন্তু এ পরিশ্রমটি যদি ভূল
পথে হয় তাহলে সব অর্থহীন। অামি জানি
"আমার লুকায়িত শক্তি অর্জনে, সুপ্ত প্রতিভা
জাগ্রত করনে আমার প্রতিটি বিষয়ে চেষ্টা
করতে হবে, হতে হবে অধ্যবসায়ী । যে কোন
শক্তি অর্জনে আমাকে ঐ শক্তি অর্জনের
লক্ষ্যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে ।
যথেষ্ট মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও
গৌরবময় ক্যারিয়ার গঠনের নিশ্চয়তা নেই,
সেক্ষেত্রে বর্তমান অবস্থা মেনে নিয়ে
আরও চেষ্টা সাধনা করাটাই অধিকতর
যৌক্তিক হবে, অামি এটাও জানি যে,
হতাশা থেকে মানুষের মধ্যে আস্তে আস্তে
নিজের উপর অনাস্থা বৃদ্ধি পেতে থাকে।
নির্দিষ্ট সময়ে কাঙ্খিত অবস্থানে পৌছাতে
না পারলেও হাল ছেড়ে দেওয়াটা চরম
বোকামি হবে। বরং বারবার প্রচেষ্টা এবং
অধ্যাবসায় অামাকে পৌছে দিতে পারে
সাফল্যের স্বর্নশিখরে। এক্ষেত্রে ধৈর্য্যের
পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাই।" জানিনা
পারব কিনা। কোন কিছুতেই থেমে নেই
অামার পথচলা।
©somewhere in net ltd.