নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে? কেন আমি এখানে? আগে কোথায় ছিলাম? কোথায় যাব? এই প্রশ্ন গুলোই আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। ফেইসবুকে আমি- facebook.com/ruble.hoshain রুমা কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও, বাহিমালী বাজার, বনপাড়া, নাটোর।

মোহাম্মদ রুবেল সরকার

ফ্রিল্যান্সার, বাহিমালী, বনপাড়া, নাটোর।

মোহাম্মদ রুবেল সরকার › বিস্তারিত পোস্টঃ

পাগলের প্রলাপ

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৪

লেখালেখি কারো কাছে নেশা, আর
কারো কাছে হয়তোবা পেশা। আর আমি লিখি
নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।
কারো ভাল লাগুক বা নাই লাগুক, কেউ পছন্দ করুক
বা নাই করুক ডোন্ট কেয়ার। সময় পেলে
স্বরবর্ণ অার ব্যাঞ্জনবর্ণ নিয়ে খেলা করি।
ছোট বড় শব্দ তৈরী করি, কারন এই শব্দরাই আমার
একাকী মূহুর্তগুলোর সঙ্গী।
জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও
একটুখানি সময় সবসময়েই নিজেকে দেয়ার
চেষ্টা করি। এই সময়টা নিজেকে না দিলে
সারাজীবন আফসোস থেকে যাবে।
নিজের জন্য বিশেষ এই সময়টাতে শুধু
নিজের পছন্দের কাজগুলো করি। নিজেকে
নিজেই উপভোগ করি এই সময়ে। কারণ
মানুষের মনের জটিল মার-প্যাঁচ আমি
বুঝিনা । বুঝতে চাই ও না। বুঝার চেষ্টাও
করিনা। সবসময় নিজেকে নিয়ে অার
নিজের কাজ নিয়ে ব্যাস্ত থাকতে
ভালবাসি। সময় পেলে একাকি বসে
নিজেকে অাবিস্কার করি কল্পনার রংতুলি
দিয়ে। তাই মনে হয় অনেক সময় সহজ
সরল ব্যাপারগুলোও খুব জটিল হয়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র‍্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই। ;) ;) ;)

২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০২

মোহাম্মদ রুবেল সরকার বলেছেন: ধন্যবাদ দ্য ফয়েজ ভাই, অন্ধকারে আশার আলোর লোভ দেখানোর জন্য। কিন্তু আমি...... না থাক.... একটু হাসি.....হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.