নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে? কেন আমি এখানে? আগে কোথায় ছিলাম? কোথায় যাব? এই প্রশ্ন গুলোই আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। ফেইসবুকে আমি- facebook.com/ruble.hoshain রুমা কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও, বাহিমালী বাজার, বনপাড়া, নাটোর।

মোহাম্মদ রুবেল সরকার

ফ্রিল্যান্সার, বাহিমালী, বনপাড়া, নাটোর।

মোহাম্মদ রুবেল সরকার › বিস্তারিত পোস্টঃ

"নিজের কাজকে ভালবাসুন নাসির সাহেবের মত"

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪


মানুষকে মানুষ ফাঁকি দেয় কিন্তু নিজের কর্ম কখনো নিজেকে ফাঁকি দেয়না। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই রেজাল্ট পাবেন। আপনার কাজকে আপনি যতটা ভালবাসবেন আপনার কাজ ঠিক ততটাই সাফল্য আপনার জন্য বয়ে অানবে। এ পৃথিবীতে অাজ পর্যন্ত যারা সফল হয়েছে তাদের ইতিহাস খুঁজে দেখুন নিজের কর্মের প্রতি তারা কতটা যত্নশীল ছিল। প্যাসিফিক গ্রুপের মালিক নাসির সাহেব, বর্তমানে বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। তিনি প্রায় প্রতি বছর তৈরী পোষাক রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রী কর্তৃক সর্নপদক পেয়ে থাকেন। অাসুন জেনে নেই তিনি তার কাজকে কতটা ভালবাসেন।
নাসির সাহেব প্রতিদিন অফিসে এসে আগে প্রোডাকশন ফ্লোরে যান। তারপর তার ফ্যাক্টরিতে তৈরীকৃত এক পিস গার্মেন্টস উঠিয়ে নিয়ে টেবিলের উপরে রেখে হাত বুলাতে থাকেন। প্রতিদিনের কাজ হওয়াতে বেপারটা একজন ম্যানেজারের নজরে আসে। তিনি নাসির সাহেবের ১২ বছর বয়সী ছেলে তানসির কে জিজ্ঞাসা করে ঘটনা কি? স্যার প্রতিদিন তৈরী পোষাকের উপরে এভাবে হাত বুলায় কেন? তানসির বিষয় টা জানতো না। তাই বাসায় গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলে নাসির সাহেব বলেন- বাবা তুমি যেমন আমার সন্তান, তোমাকে অাদর করি, মাথায় হাত বুলিয়ে দিই। ঠিক তেমনি অামার ফ্যাক্টরি এবং এর থেকে উৎপাদিত পণ্য কেও আমি আমার সন্তান মনে করি, ভালবাসি।
কথাটা শুনে এতটাই ভাল লেগেছে যে, প্রাণ ভরে দোয়া করেছি এই ব্যাক্তির জন্য। সফলতা পাওয়ার জন্য এরাই সত্যিকারের যোগ্য ব্যাক্তি।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.