নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে? কেন আমি এখানে? আগে কোথায় ছিলাম? কোথায় যাব? এই প্রশ্ন গুলোই আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। ফেইসবুকে আমি- facebook.com/ruble.hoshain রুমা কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও, বাহিমালী বাজার, বনপাড়া, নাটোর।

মোহাম্মদ রুবেল সরকার

ফ্রিল্যান্সার, বাহিমালী, বনপাড়া, নাটোর।

মোহাম্মদ রুবেল সরকার › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকের কুফল

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:০০

ফেইসবুকের দুইটা মারাত্মক কুফল আমি ফেস করেছি। এই দুইটা কুফলের দুইদিন আমার কাছে হাস্যময় স্মরণীয়।
প্রথম কুফল:
রাত তখন ১২ টা। হ্যাপি নিউ ইয়ার এর একটা স্ট্যাটাস লিখতে লিখতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। প্রচন্ড শীত আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন ছিল। ৫ হাত দূরে কিছু দেখা যাচ্ছেনা। আমার থেকে ৮-১০ হাত সামনে আমার সঙ্গী একজন লাইট হাতে হাঁটছিল। আমি মোবাইলের দিকে তাকিয়ে একমনে লিখে যাচ্ছি আর হাঁটছি। আচমকা মনে হল আমি খুব দ্রুত অনেক নিচে পড়ে গেলাম। মোবাইল টা অামার হাতেই ছিল, অামিও দাঁড়িয়েই ছিলাম, তবে রাস্তা থেকে মিনিমাম দশহাত নিচে একটা পানিহীন পুকুরের মধ্যে। আমার সাথে থাকা সঙ্গীকে ডাক দিতেই সে লাইট নিয়ে এদিক সেদিক আমাকে খুঁজতে শুরু করলো। ভাই আপনি কোথায়? অামি পুকুরের নিচ থেকে জবাব দেওয়াতে সেতো অবাক। টর্চ লাইটের আলোতে পুকুর থেকে উঠে এলাম। ভাগ্যিস গায়ে জ্যাকেট আর পায়ে কেট্স জুতা ছিল, পুকুরের পাড়ের ঘাসগুলো শিশিরে ভেজা ছিল। যদি এগুলো না থাকতো অার পুকুরে পানি থাকতো তাহলে এই কনকনে শীতের রাতে আমার কি অবস্থা হত।
দ্বিতীয় কুফল:
অফিস থেকে বাসায় ফিরছি। পথিমধ্যে প্রতিদিনের ন্যায় জ্যামে পড়লাম। জ্যামে তো অার শুধু শুধু বসে থাকা যায়না। তাই ফেইসবুকের ফেস দেখা শুরু করলাম। কিছুক্ষণ পর গাড়ী চলা শুরু করলো। যখন ফেস দেখা শেষ করে বাইরে তাকালাম, দেখি আমার গন্তব্যস্থল ফেলে আরো দুই কিলোমিটার চলে এসেছি। কেমন লাগে!!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১২

সুমন কর বলেছেন: আপনি বনে চলে যান.................ওখানে গিয়েই ফেসবুকিং করেন......বিরক্তিকর। X(( X(

২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১৩

দীপ্ত দেব অপু বলেছেন: ফেইসবুকের কুফল কি না জানি না,
তবে, আপনার ও যতেষ্ট মোহ আছে, ফেইসবুকে।
ঘটনাগুলোর মধ্য প্রমাণিত।

৩| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮

ধ্রুবক আলো বলেছেন: ফেসবুক টাই পুরাটাই একটা ফাঁকিবাজি একটা জগৎ।
এর কোনো সুফল নাই

৪| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: এখন আর ফেসবুক ভাল লাগে না

৫| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রেললাইনে ফেসবুক দেইখেন না। আপনার যা নেশা দেখতেছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.