নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

-হ্যালো

-হ্যালো কে?

-হ্যালো আমি?

-নাম নাই?

-নাম আছে! রুদ্র... তোমার নাম কি?

-আমার নাম জিজ্ঞেস করার জন্যে ফোন করেছ??

-না! আমার নাম তো বললাম তোমার নামটা ও বল...

-জরিনা!

-ও জরিনা! বাহ চমৎকার নাম...

-কেন ফোন করেছ?

-কথা বলতে ইচ্ছে হইল তাই...

-নাম্বার কই পাইলা?

-আমার নাম্বার আর তোমার নাম্বার প্রায় এক! শুধু লাস্টের ডিজিট উল্টো করে দিসি...

-বাহ! আজাইরা...

-হুম! আকাশে খুব সুন্দর অর্ধ চন্দ্র... তোমাকে অর্ধ চন্দ্র দিলাম!

-ফাজলামি কর?? অর্ধ চন্দ্র হইল বাংলা বাগধারা, মানে হইল গলা ধাক্কা

-তুমি নিশ্চয়ই এবার ভার্সিটি অ্যাডমিশন দিবা...

-কেন মনে হইল??

-বাগধারা জ্ঞান এত প্রবল! নিশ্চয়ই অ্যাডমিশনের জন্যে পড়ছ...

-এটা জানতে হইলে অ্যাডমিশনের ছাত্রী হইতে হয় না... বাগধারা চ্যাপ্টারের প্রথমেই এটা থাকে...

-কবিতা শুনবা?

-তুমি তো পুরাই খচ্চর টাইপ! অপরিচিত নাম্বারে ফোন করে কবিতা শুনাও...

-হুম! খচ্চর টাইপ না... গন্ডার টাইপ!।চামড়া মোটা... কবিতাটা স্পেশাল!

-আমার এসব কবিতা ফবিতা ভাল লাগে না...

-"গরুর লেজ নড়ে চড়ে।

লেজ উঠাইলে গোবর পড়ে

যখন শুধু গোবর পড়ে

তোমার কথা মনে পড়ে...

যত দিন পড়বে গোবর

নেব আমি তোমার খবর!!

-ইয়াক! থু... তোমার মেণ্টালিটি তো পুরাই ক্ষেত!!

-হুম! উর্বর ক্ষেত! বিজ রোপণ করলে ধান হবে...

-তো ভাল জিনিষ চাষ কর!এসব আগাছা চাষ করছ ক্যান?

-বাহ! ঠিক আছে...তো জরিনা তোমার নাম কি??

-জরিনা!

-না তুমি যদি তোমার সত্য নাম বল আমি আমারটা বলব!

-তোমার নাম রুদ্র না? আমার নাম জেরিন আমার ফ্রেন্ডরা সব আমাকে জরিনা ডাকে...তোমার নাম কি আসলে??

-আমার নাম আসলেই রুদ্র! তুমি বলছ না দেখে একটু ট্রিক্স করলাম...

-তুমি তো খুব ফাজিল

-তোমাকে আমার পছন্দ হইসে, I love you!

-কি? কি বললা?

-না আমাদের কাজের ছেলের নাম লেবু! ওকে ডাকলাম এ্যাই ল্যাবিউ!

-ফাজিল ছেলে... তুমি তো মহা বদ পোলা...

-হুম!...(টুট টুট টুট)



রুদ্রের মোবাইলের চার্জ শেষ!! গল্প ও শেষ..

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


=p~ =p~ =p~ শেষটায় দারুণ মজা পেলাম ...হে হে হে



ভালো লিখেছেন!!!
বাস্তব কাহিনি!!

২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজা পাইসি ||

৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সাদা কলো বলেছেন: মজা পাইলাম =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.