নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

বানর ও টুপিওয়ালা( আগের গল্পের পরের গল্প)

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০০

এক টুপি ওয়ালার ছেলে বনের মাঝখান দিয়ে হেটে যাচ্ছিল, কোন টুপি ওয়ালার ছেলে বুঝসেন?? ঐ যে... ঐ যেই টুপি ওয়ালার টুপি বানর নিয়ে গিয়েছিল, পরে বুদ্ধি খাটিয়ে সে টুপি আদায় করল... ছেলে ও বাপের মত টুপি ব্যাবসা করে, সে বনের মধ্যে মাথায় টুপির ঝাকা নিয়ে যাচ্ছে... তো একটু পর ক্লান্তি তে সে গাছের নিচে হেলান দিয়ে বসে গেল একটু বিশ্রাম নেয়ার জন্যে! কোন ফাকে যে ঘুমিয়ে গেল নিজেই বুঝল না... উঠে দেখে সেই আগের ঘটনা! বানর গুলা তার টুপি পড়ে শিলা কি জাওয়ানির মত অদ্ভুত ও আপত্তিকর ভঙ্গিতে নাচছে! তার উপর টুপি পরেছে বাকা ত্যাড়া ভাবে, ডিজুস ইয়ো ইয়ো পোলাপানের মত... তাদের চাহনিও কেমন অদ্ভুত। সে তাদের দিকে অবাক হবার ভঙ্গিতে তাকিয়ে রইল, এবং বানর গুলাও নাচ থামিয়ে টুপি ওয়ালাকে দেখতে লাগলো। এবার টুপি ওয়ালা তার মাথা থেকে টুপি নিয়ে তাতে থু করে একটু থু দিয়ে দূরে ছুড়ে ফেলে দিল... কিন্তু তার দেখা দেখি বানররা একই কাজ করার কথা, কিন্তু তারা তা না করে সব গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে রইল! টুপি ওয়ালা বুঝল Something is very wrong !



তখন নেতা গোছের এক বাদর গাছ থেকে নেমে এল, এসেই টুপি ওয়ালার গালে কষে মারল এক চড়! টুপি ওয়ালা তো চোখে সর্ষে ফুল দেখতে লাগলো... তখন বানর বলল "আরে বেটা মানুষের বাচ্চা বলদ, তুই কি মনে করেছিস এই গল্প খালি তোর বাপে তোরেই শুনাইসে, আমাগো বাপেরা আমাগো শুনায় নাই?? আমরা কি মানুষ নাকি এক ভুল বারবার করব??"



টুপি ওয়ালা বহু কস্টে মাথা উঠিয়ে বলল "বানর ভাই থাপ্পড় তো মারলেন, বাট হাতটা কি ধোয়া ছিল?"



বানর সর্দার তাকে কুর্নিশ করে বলল "নমস্কার গুরু! মানুষেরা যে এত উন্নত প্রজাতির বেহায়া হয় তা আমাগোরে আমাগো বাপ কয় নাই, ঐ ওস্তাদরে টুপি ফেরত দে"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.