নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

ভেজাল হিমু(পার্ট ১)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

খুব হিমু হইতে মন চায়! হিমু হওয়া খুব কস্টের জানি... তাও! ট্যাকা পয়সা এমনিতেই কম... তার উপর মানি ব্যাগ ফেলাইয়া দিলাম... হিমুর পকেট থাকে না, আমার আবার মোবাইল প্যান্ট পরার শখ! ৮-৯ টা পকেট থাকে... তবে পকেটে টাকা থাকে না... জানি হিমু হইতে হইলে এই শখ দুর করতে হবে...



হিমুরা অদ্ভুত প্রশ্ন করে মানুষ কে বিভ্রান্ত করে... আমার ও শখ হইল বিভ্রান্ত করার! আমাদের সাথের সবচে সুন্দরি মেয়ের সাথে চা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে...



-আচ্ছা জুঁই! কল্পনা কর তো...

-কি কল্পনা করব?

-সাধারণত গরু তো হাম্বা হাম্বা করে তাই না...!

-হুম! তাই

-ধরো একদিন, মানে কোরবানির ঈদের আগের দিন যেই গরুটা কিনেছ সেইটা হটাত তোমাদের বাসার দরজায় নক করলো!

- কি???

-অবিকল মানুষের গলায় এসে বলল জুঁই এক গ্লাস দুধ দাও তো...

হটাত কি হল জানি না, ও আমার গায়ে ওর কাপের চা মেরে দিল... হিমুদের অবাক হতে নাই, বাট আমি তো ভেজাল হিমু... পুরাই অবাক হয়ে টাস্কি খেলাম... এইটা কি!! ও বলল



-অসভ্য বেয়াদব!!

-জী!!!

-ছোটলোক!!

-ঠিক বুঝি নাই...



সে রেগে চলে গেল... আরে আমি বললাম গুরু দুধ চাইসে? সে কিসের দুধ মনে করলো!! আরে গরুর দুধ বাসায় না থাকলে বাজারে পাবে... না দিতে চাইলে বলবে "যান গরু মিয়া আপনেরে দুধ দিব না" বাট এইখানে খেপার কি হইল???



যদিও অকারনে সে রাগল, তবুও রাগাতে তো পারলাম... যাক হিমু হওয়ার পথে এক ধাপ আগাই গেলাম...



(* ইহা আমার আজাইরা মস্তিষ্ক প্রসুত কল্পনা, বাস্তবের সাথে মিলাইতে গেলে নিজ দায়িত্বে মিলাইয়েন)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

নগর বালক বলেছেন: ভেজাল নোট এবং ভেজাল হিমু হইতে সাবধান |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.