নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

দেশের অধিপতির খেলা দেখা, আর আমার পুলিশের মাইর খেয়ে ১৬ কলা পূর্ণ করা!

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৬

থানায় ছিলাম এক রাতের কিছুক্ষন!কাল পুলিশের পিটা খেয়ে ১৬ কলা পূর্ণ করলাম!



সেদিন ছিল T20 এর ফাইনাল! আমরা রাস্তায়... খামারবাড়ি তে খেজুর বাগানের ঐ যায়গায় জ্যাম এ আটকাইলাম! ওরে জ্যাম তো ছাড়েই না... দাঁড়ায় আছি তো আছি! ৬.২৫ এর দিকে জ্যাম এ আটকাইলাম, সময় গড়াতে গড়াতে ৭ টা... জ্যাম ছাড়েই না! বাসের কিছু বড় ভাই আগায়ে গেল, শুনে এই পথ দিয়ে দেশের অধিপতি যাবেন তাই রাস্তা বন্ধ!



তো তিনি কয়টা বাজে যাবেন?



৮ টা বাজে...



এত আগে রাস্তা বন্ধ ক্যান? বন্ধ বন্ধই! আজব ব্যাপার! আরে বাল... উনি বিনোদন এ যাবেন, আমাদের এত কস্ট ক্যান? আমাদের ঘরে কি যাওয়া লাগবে না? গরমে মেজাজটা গরম হইল... বললাম রাস্তা চাড়েন! বালের পুলিশ রাস্তা ছাড়ব না... আর আমাদের দেখে সাধারন মানুষ ও সাহস পাইল! তারা একযোগে হর্ন বাজাইতে লাগলো... আমারা তখন সবাইকে বললাম আপনারা যান... এ দিকে পুলিশ ছাড়ে না... এক প্রকার জোর করেই ছাড়ালাম! সবাই তো মহা উল্লাসিত... সবাই আমাদের কাছে খুব কৃতজ্ঞতা জানাচ্ছে গাড়ির জানলা দিয়ে মুখ বের করে...



হটাত দেখি, পুলিশ আমাদের ভার্সিটির দুই ভাইয়ের কলার ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে... আমি তাকে টান দিয়ে পুলিশের হাত থেকে ছুটাতে চাইলাম!



হটাত দেখি আমার দম বন্ধ হয়ে এলো! দেখি পিঠের উপর প্রচন্ড ব্যাথা... তাকায়ে দেখি পুলিশ তাদের হাতের শটগান দিয়ে প্রচন্ড জোরে ভার্সিটির ছেলেদের মারছে... আমার পীঠে শটগান এর হাতলের প্রচন্ড আঘাত!



এরপর ভার্সিটি বাসের সবাই মিলে তাদের বিরুদ্ধে লড়তে গেলাম! দেখলাম দাঙ্গা পুলিশ টিয়ারশেল, লাঠি নিয়ে প্রস্তুত! তখন পুলিশের এক বড় কর্তা এসে মাফ চাইল... কিন্তু এটা কোন বিচার না...



বড় ক্ষোভ হয়, ক্যান মানুষ এমন! nero fiddled, while rome burns! তার কাছে বিনোদন, খেলা দেখা আর সাধারন মানুষের মরণ!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪

আলী খান বলেছেন: কষ্ট নিয়েন না, এই রকম মাইরে একদিন ১২ হাত শাড়ি খোলে যাবে।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

মোমেরমানুষ৭১ বলেছেন: দেশের মানুষকে এভাবে কষ্ট দিতে না পারলে যে আর বাংলাদেশের অধিকর্তা হওয়া যায় না

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

যক্ষা_রোগী বলেছেন: তাই তো দেখছি! আরেক দিন এক লোক পথচারি ভুলে বলে ফেলেছিল "ব্রিটেনের প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে হটডগ খায় আর আমাদের এত ভেজাল"

উনাকে পুলিশ মারতে ধরেছিল! পরে অন্যান্য লোকজন ঐ লোকেরে পুলিশের হাত থেকে বাচায় বলে "মিয়া! ছাগল নাকি। এই দেশে নতুন নাকি? আপনে আবার এগুলা বলতে গেলেন ক্যান?"

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সাহসী হবার জন্য । গনতান্ত্রিক দেশে বসবাস একটু মদিনা সনদের ছোয়া নেবেন্না তা কি হয় ?? ভাগ্যিস তরবারি দিয়া কোপ দ্যায় নাই । =p~ =p~ =p~

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

যক্ষা_রোগী বলেছেন: মদিনা সনদের ছোঁয়া পীঠে করে নিয়ে এলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.