নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭





২০১০ সালে প্রথম বাংলা ওয়াশের পর নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে অনেক ডান হাত, বাম হাত, অজুহাত দেখানো হয়েছিলো। সেই সময় বলা হয়েছিলো যে তারা নাকি পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে আসতে পারেনি, নতুন খেলোয়াড়দের খেলিয়ে তারা নাকি পরিক্ষা করে দেখেছিলো, বাংলাদেশ কন্ডিশনের ফায়দা নিয়েছিলো, ওই সিরিজটা নাকি একটা ফ্লুক ছিলো, ইত্যাদি....ইত্যাদি!!!

তো এবার তারা করলো কি, বাংলাদেশে খেলতে আসার আগে তারা শ্রীলংকাতে কন্ডিশনিং ক্যাম্প করে পূর্ণ শক্তির দল নিয়ে আসলো। শেষ পর্যন্ত ঘটনাটা কি ঘটলো?? ফলাফলে কি কোন পরিবর্তন আসলো? এবার তোরা কি বলবিরে ভাই?

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় তরা ডরায়ছিলি? নাকি বাংলাদেশের খাওন তগো পেটে হজম হয় নাই??? বাই দ্যা ওয়ে, এইবার কিন্তুক আমরা পূর্ণ শক্তির দল নিয়া খেলি নাই! সাকিব কিন্তু খেলে নাই!

তগো র‍্যাঙ্কিংয়ে আমাগো আগে থাকার কুনো যুক্তি নাই!

আমাগো কাছে হারবো এই ডরেই কি আইসিসি বাংলাদেশের ম্যাচের সংখ্যা কমায়া দিছে??? কোন যুক্তিতে ভারত অন্য সবার থেকে বেশী ম্যাচ পায়???

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বোধহীন স্বপ্ন বলেছেন:

কোন যুক্তিতে ভারত অন্য সবার থেকে বেশী ম্যাচ পায়??? সবই রাজনীতির ভিতর পলিটিক্স


০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

রুহাশ বলেছেন: সবই ট্যাকার খেলারে ভাই!

২| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আইসিসি ভারতরে ডরায় ।

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

রুহাশ বলেছেন: কারণ ভারতের কাছে ট্যাকা আছে!

৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: বাই দ্যা ওয়ে, এইবার কিন্তুক আমরা পূর্ণ শক্তির দল নিয়া খেলি নাই! সাকিব কিন্তু খেলে নাই!

শেষ ম্যাচে কিন্তু তামিম ও ছিলো না ;)

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

রুহাশ বলেছেন: তামিম না খেলার কারণেই তো শামসুর খেলতে পারলো!

৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

নেক্সাস বলেছেন: ভারত অলওয়েজ বাংলাদেশের শত্রু

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রুহাশ বলেছেন: শত্রু ঠিক না, অরা আমগোরে ডরায়। খেললেই তো হারবো! =p~

৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

লিযেন বলেছেন: নিউজিল্যান্ড দল আর বা্ংলাদেশে আইবো না .....।আবার যদি wash হয় ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

রুহাশ বলেছেন: ওদের দলটা এখন বেশ নড়বড়ে। নিউজিল্যান্ডে সহজে কেউ ক্রিকেট খেলতে চায় না। ওদের আগ্রহ রাগবির দিকে বেশী। ভালো খেলোয়াড় উঠে আসছে না ওদের দেশ থেকে। সামনে কি হবে কে জানে। ওদেরকে শুধু শুভ কামনা জানাতে পারি। ;)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো। !:#P !:#P !:#P !:#P !:#P

সবাইকে শুভেচ্ছা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

রুহাশ বলেছেন: আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা! লিখুন আপনার যত খুশি। লিখে লিখে কি -বোর্ড ভেঙ্গে ফেলুন! :) :) B-)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বেনিটিশ গাঙচিল বলেছেন: দেশের মাটিতে শ্রীলঙ্কা যতটা শক্তিশালী; বাংলাদেশকে এখন তার চেয়ে কম শক্তিশালী বলাটা অন্যায়।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

রুহাশ বলেছেন: বাংলাদেশ এখন একটা গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কান অনেক অভিজ্ঞ ক্রিকেটারই শীঘ্রই অবসরে যাবে। তখন তাঁদের দল সাজাতে হবে নবীনদের নিয়ে। তখন তাদেরও আমাদের মত একই প্রক্রিয়া দিয়ে যেতে হবে। তো নিকট ভবিষ্যতে হয়তো বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়েও শক্তিশালী দল হবে ইনশাল্লাহ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বশর সিদ্দিকী বলেছেন: ভারত ক্রিকেটে সবচেয়ে বেশি পলিটিক্স করে। নিজেদের প্লেয়ারদের ম্যাক্স ফিক্সিংএর কেলেংকারি মিডিয়ার কল্যানে ধামাচাপা দিয়েছে। বাংলাদেশ নিয়ে তাদের পলিটিক্সটা সবচেয়ে বেশি।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

রুহাশ বলেছেন: ক্রিকেট বিশ্বে জুয়া জিনিসটা তো ছড়িয়ে দিয়েছে ওরাই। এমনকি বাংলাদেশকেও ছাড়েনি।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩

দি সুফি বলেছেন: কোন যুক্তিতে ভারত অন্য সবার থেকে বেশী ম্যাচ পায়???

টাকার যুক্তিতে। ক্রিকেট যতটা না খেলা, তার চেয়ে বড় ব্যাবসা হয়ে গেছে এখন!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

রুহাশ বলেছেন: ঘটনা সত্য!

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: বাংলাদেশ এখন নিজমাটিতে ফেভারিট তকমা গায়ে লাগানোর পজিশন পেয়ে গেসে।র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়া ৫৩ ম্যাচ খেলে ১২৩ পয়েন্ট নিয়ে টপে যেখানে বাংলাদেশ মাত্র ২৬ ম্যাচ খেলে ৮৩ পয়েন্ট নিয়ে নয় নাম্বারে....এরকম আরও দুইটা হোমসিরিজ পেলে কিউই আর ওয়েস্টইন্ডিজরেও পেছনে ফেলা যেত....দর্শকসংকট অন্তত কখনও হবেনা এদেশ....

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

রুহাশ বলেছেন: সহমত......আমি বলবো আমরা বিদেশের মাটিতেও তুলনামূলকভাবে অন্যদের চেয়েও ভাল পারফর্ম করতে পারি। আমাদের সেই সামর্থ আছে, শুধু দরকার অভিজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.