![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা গ্রামের ছেলে। আমরা মধ্য বিত্ত পরিবারের সদস্য। জন্ম থেকে জীবনের সাথে সংগ্রাম করে চলছি। জানিনা কবে সফলতা পাব, নাকি পাবনা। বিধাতা জানে। আমি কিছু জানিনা। আমার সখ বইপড়া আর নতুন কিছু দেখার এবং জানার ও ঘুরে বেড়ানো। আমি একটি ছোট চাকুরী করি। তার ইনকামে কোন মতে পরিবার চলে এবং ছোট ভাইয়ের লেখাপড়া চালাই। আমি স্নাতক ডিগ্রী পাশ করিয়াছি। তবে লেখাপড়া কোন কাজে লাগাইতে পারছিনা। বর্তমান যুগে লেখাপড়া কাজে লাগাইতে হলে সবচেয়ে আগে প্রয়োজন টাকার। আমার কোন টাকা নেই। সব মিলায়ে ভালা আছি। সকলে আমাদের জন্য দোয়া করিবেন যাতে আমি পরিবারের সকল সদস্য নিয়ে ভাল থাকতে পারি।
নড়াইল একটি ছোট শহর। এই জেলার অধিকংশ লোক গ্রামে বসবাস করে । এই শহরে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
রোড সাইড হিরো বলেছেন: r koi???