![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা গ্রামের ছেলে। আমরা মধ্য বিত্ত পরিবারের সদস্য। জন্ম থেকে জীবনের সাথে সংগ্রাম করে চলছি। জানিনা কবে সফলতা পাব, নাকি পাবনা। বিধাতা জানে। আমি কিছু জানিনা। আমার সখ বইপড়া আর নতুন কিছু দেখার এবং জানার ও ঘুরে বেড়ানো। আমি একটি ছোট চাকুরী করি। তার ইনকামে কোন মতে পরিবার চলে এবং ছোট ভাইয়ের লেখাপড়া চালাই। আমি স্নাতক ডিগ্রী পাশ করিয়াছি। তবে লেখাপড়া কোন কাজে লাগাইতে পারছিনা। বর্তমান যুগে লেখাপড়া কাজে লাগাইতে হলে সবচেয়ে আগে প্রয়োজন টাকার। আমার কোন টাকা নেই। সব মিলায়ে ভালা আছি। সকলে আমাদের জন্য দোয়া করিবেন যাতে আমি পরিবারের সকল সদস্য নিয়ে ভাল থাকতে পারি।
১। চাই ভাল নেতৃত্ব।
২। চাই সুন্দর দেশ।
৩। চাই যোগ্য নেতা/নেত্রী।
৪। চাই সুন্দর পরিবেশ।
৫। চাই সুশিক্ষা।
৬। চাই দুই বেলা দুই মুঠো ভাত খেতে।
৭। চাই স্বাস্থ কর পরিবেশ।
৮। চাই সু-চিকিৎসা।
৯। চাই একটি মাথা গোজার ঠাই।
১০। সব মিলায়ে চা্ই একটি সোনার বাংলা।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: হুম ।